খবরসর্বশেষ

বিশাখাপত্তনম শিপইয়ার্ডে বিধ্বংসী ক্রেন দুর্ঘটনা! নিহত ৯!

পুনরায় ক্রেন ভেঙে যাওয়ার এক এক বিধ্বংসী দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকল ভারতের জনগণ। একটি আট সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে পুরো ব্যাপারটি। আসুন আমরা সবাই জেনে নেই সত্যি কারের ঘটনাটি কি ঘটেছিল?

আজকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড ( Hindustan Shipyard Limited in Visakhapatnam) কমপ্লেক্সে বিশালাকৃতির ক্রেন ভেঙে পড়ল (Huge crane crush in Visakhapatnam Shipyard) । এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন লোক মারা গিয়েছেন এবং একজন গুরুতর জখম হয়েছেন। ভারউত্তোলন (Load Testing) এর পরীক্ষার সময় এই দুর্ঘটনাটি ঘটে যায়।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আর কে মিনা জানালেন, মৃত নয়জনের মধ্যে চারজন হলেন শিপইয়ার্ডে কর্মরত ব্যক্তি এবং বাকিরা কন্টাক্টে কাজ করতেন।

৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।এই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে কিভাবে হলুদ বর্ণের দৈত্যাকৃতি ক্রেনটি ক্রাশ করে যাচ্ছে মাটিতে।

একটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি খুব দ্রুততার সাথে শিপ ইয়ার্ডের কমপ্লেক্সে পৌঁছে যায়।

চলুন আমরাও দেখে নেই সেই ভয়ানক দুর্ঘটনার ভিডিওটি।

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy) বিশাখাপত্তনমের জেলা কালেক্টর কে এবং শহরের পুলিশের প্রধান কে অতি দ্রুত খবর পাঠান যাতে করে তারা দ্রুততার সাথে উদ্ধার কাজ আরম্ভ করে দিতে পারে। এই কথাটি জানা গেল তার অফিস থেকে।

আপনারা হয়তো অনেকেই জানেন যে,হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড অন্ধপ্রদেশের উপকূলবর্তী শহরে রয়েছে। এটি একটি সরকার শাসিত সংস্থা। এই সংস্থা তে জাহাজ নির্মাণ এবং জাহাজ নির্মাণ সম্পর্কিত যাবতীয় সব কিছু যেমন জাহাজ সারাই করা, সাবমেরিন নির্মাণ করা হয়। এর সাথে এখানে বন্দরের নকশা এবং নির্মান করা হয়।

এই কিছুদিন পূর্বেও অন্য একটি ভয়ঙ্কর দুর্ঘটনা বিশাখাপত্তনমে ঘটে গিয়েছিল। আর সেটি হলো মাত্র তিন মাস পূর্বে। সেই দুর্ঘটনাতে ১১ জন লোক যাদের মধ্যে দুজন বাচ্চা রয়েছে এবং প্রায় ১০০০ জন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন গ্যাস লিক হওয়ার ঘটনায়। মূলত এল জি পলিমারস (LG Polymers Gas) নামক কেমিক্যাল কোম্পানিতে গ্যাস লিক হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছিল।

এখানেই দুর্ঘটনার শেষ নয়। জুন মাসের ৩০ তারিখে দুজন পিপল মারা গিয়েছিলেন এবং ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর কারণ ও ছিল গ্যাস লিক হয়ে যাওয়া। আর এই দুর্ঘটনাটি ঘটে ছিল একটা ওষুধ প্রস্তুতকারী কোম্পানিতে। অধিকন্তু, জুলাই মাসের দিকে একটা বিস্ফোরণের পর বিধ্বংসী আগুন লেগে যায়। এটিও ঘটেছিল বিশাখাপত্তনমের অন্য একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানিতে (Pharmaceutical industry)। শেষে একজন কর্মী গুরুতর আহত হয়েছিলেন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।