খবরজীবনযাত্রাসর্বশেষ

দেখুন ভারতীয় নারীরা কিভাবে স্বামীর সাথে চিট করছে ? – Relationship News Bangla

একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা থাকলে তবেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে। তবে এগুলি তো কথার কথা। বর্তমান সমাজে ক’জন একে অপরের প্রতি বিশ্বাস করে, তা হলফ করে বলা যায়। অন্ধ বিশ্বাস করলে বেশিরভাগ সময়ই ঠকে যেতে হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে স্বামী এবং স্ত্রী উভয়ই বেছে নিয়েছে বাইরের জগত। কর্ম ক্ষেত্রে অথবা অন্য যে কোনো ক্ষেত্রে তারা কোন দিক দিয়ে পিছিয়ে নেই। (Relationship problems Bengali : a huge number of Indian married women are cheating with husband)

গত বছর একসঙ্গে থাকার পর বহু দম্পতি বুঝতে পেরেছেন যে তাদের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে। অনেক দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে গত বছর। একসঙ্গে থাকার ফলে মনোমালিন্য আরো বেশি বেড়ে গেছে। একে অপরকে স্পেস না দিতে পারার কারণে এবং একে অপরের সম্পর্কে সবকিছু জেনে ফেলার কারণে নিজেদের মধ্যে শ্রদ্ধা এবং ভালোবাসা কমে গেছে। (proti 10 joner moddhe 7 jon bharotiyo mohila cheat korche swamir sathe eivabe)

সম্প্রতি ফ্রান্সের লঞ্চ হয়েছিল গ্লীদেন নামে একটি অ্যাপ্লিকেশন। এটি মোবাইলের দ্বারা পরিচালিত একটি অ্যাপ। বিবাহিত নারীদের একঘেয়ে জীবন থেকে মুক্তি দেবার জন্য এই অ্যাপ ডিজাইন করেছেন ডেভেলপাররা। তারা এমন ভাবে এটি কে ডিজাইন করেছেন, যাতে গ্রাহকরা নতুন করে জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পান। (Gleaden relationship app)

এই অ্যাপ লঞ্চ হবার পর শুধুমাত্র ভারতে ৫ লক্ষের বেশি ক্লায়েন্ট হয়েছে। এক ক্লায়েন্টের ওপর সমীক্ষা করে জানা গেছে, ভারতবর্ষে প্রতি দশজন মহিলাদের মধ্যে সাতজন তার স্বামীকে চিট করেন। এমনই চাঞ্চল্যকর তথ্য সকলের সামনে আসার পর স্বাভাবিকভাবেই সকলেই সম্বিত হয়ে গেছেন। তবে নারীদের পাশাপাশি পুরুষের সংখ্যা নেহাত কম নয়।

নিজেদের একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবার জন্য বহু নারীরা বাইরে কাজকর্মে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করেন। যারা নিজেদের ব্যস্ত রাখতে পারেন তাদের বেশিরভাগ অন্যান্য সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন। অন্যান্য সম্পর্কে আবদ্ধ হওয়ার মূল কারণ হলো, স্বামীর যথেষ্ট সময় না দেওয়া।

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর তারা মানসিকভাবে নিজেদের খুশি রাখার চেষ্টা করেন। সারাদিনের ব্যস্ততার পর একটু জানলা তারা খুঁজে পান নিজেদের মতো বেঁচে থাকার জন্য। এই মহিলাদের বেশিরভাগ বয়স ৩৯ থেকে ৫০ এর মধ্যে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের স্ত্রীকে সময় দেবার চেষ্টা করুন।

a huge number of indian married women are cheating with husband
দেখুন ভারতীয় নারীরা কিভাবে স্বামীর সাথে চিট করছে ? – Relationship News Bangla (প্রতীকী ফটো)