খবরজীবনযাত্রাসর্বশেষ

যেকোনো মহিলার বয়স জানার গোপন কিছু টিপস – Lifestyle Tips Bengali

কথায় আছে যে, মেয়েদের বয়স এবং ছেলেদের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এই দুই প্রসঙ্গে ছেলে এবং মেয়ে উভয়ই মিথ্যা কথা বলে। তবে যেহেতু মেয়েদের শারীরিক গঠন বিভিন্ন রকম হয়, তাই অনেক সময় মেয়েরা সহজেই তাদের বয়স লুকিয়ে রাখতে পারে। সামনে থেকে জিজ্ঞাসা করলে অপমানিত বোধ করতে পারে মেয়েরা। তাই আজকে আপনাকে এমন কিছু উপায় বলে দেবো,যার সাহায্যে ইচ্ছা করলেই মেয়েদের আসল বয়স জেনে নিতে পারবেন আপনি। (365 Reporter Bangla Lifestyle Tips : How to know the real age of an woman ? meye der mohila der boyos janar gopon poddhoti tips formula)

১) গল্পের ছলে যদি তাকে জিজ্ঞাসা করেন, সে কবে মাধ্যমিক পাস করেছে,তাহলে বুঝতে পারবেন তার আসল বয়স কত। কোন বছরে ফেল করলে অন্য কথা।

২) বাবা-মায়ের কত তম বিবাহ বার্ষিকী চলছে, সেটা কায়দা করে জেনে নিতে পারলেই আন্দাজ করতে পারবে তার বয়স।

৩) প্রথম কোন ক্লাসে সিনেমা দেখেছেন, অথবা কোন সিনেমার গান শুনেছেন, এই সমস্ত কথার ফাঁকে বুঝতে পারা যায় মেয়ের আসল বয়স।

৪)ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড নিয়ে কথা বলতে শুরু করলে যদি আপনাকে কোন ভাবে তার পরিচয় পত্র আপনাকে দেখিয়ে দেয়, তাহলে সহজেই বুঝতে পারবেন তার বয়স কত।

৫) মহিলা যখন ডাক্তারের কাছে যান, তখন যদি তার পিছু পিছু যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আসল বয়স জানতে পারবেন।

৬) কোন মহিলাকে যদি বলতে পারেন আপনার জন্য ভালো চাকরি হয়েছে, তাহলে নিঃসন্দেহে আপনাকে ভরসা করে তার বায়ো ডাটা দিয়ে দেবে। তাহলেই বুঝতে পারবেন তার বয়স কত।

৭) জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলতে শুরু করলে, তাকে আপনার কাছে বলতেই হবে তার আসল বয়স।

৮) কখনো যদি কাউকে দেখে বলেন, আপনাকে দেখে মনে হয় না আপনার বয়স ত্রিশ, তখন নিজে থেকেই আপনাকে তার বয়স বলে দেবে তিনি।

How to know the real age of an woman
যেকোনো মহিলার বয়স জানার গোপন কিছু টিপস – Lifestyle Tips Bengali