কলকাতাখবরসর্বশেষ

ফের মহানগরীর বুকে দুর্ঘটনা। মৃত্যু হল এক মহিলার

Kolkata : করোনা পরিস্থিতির কারণে মানুষের জীবন যাপনে এক অস্থিরতার সৃষ্টি হয়েছে, তার মধ্যেই দুর্ঘটনার পরিমান যেন পথে দিনের দিনের পর আরও অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে। রাস্তায় পা দিলেই নজরে পড়ে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ঘটনা। বেপরোয়া গাড়ি চালানোর ফলে অকালেই ঝরে যেতে হয় অসংখ্য প্রাণ । এরকমই বেপরোয়া গাড়ি চালানোর ফলে আবার একটি দুর্ঘটনা ঘটলো আমাদের মহানগরের বুকে ঘটলো। (Salt Lake Car Accident News : Accident in the heart of the metropolis again. Death of a woman occurs in EM Bypass, Kadapara More, Salt Lake, Kolkata, West Bengal)

ঘটনাটি ঘটেছে কলকাতার ইএম বাইপাসের কাদাপারা মোড়ে ভোর সাড়ে পাঁচটার সময়। জানা যায় যে, সল্টলেকের থেকে গাড়িটি আসছিল। সিগন্যাল না মেনেই গাড়িটি দ্রুত গতিতে গাড়িটি চালায়, সেই সময় একজন পথচারী মহিলা রাস্তা ক্রস করতে যাচ্ছিলেন, গাড়িটি সেই সময়টাকে পিষে দেয়।

গাড়িটিতে চালকসহ ছিলেন আরো দুজন, ঘটনাটি ঘটার পরে চালকসহ আরও যারা দুজন ছিল তারা খান থেকে পালানোর পরিকল্পনা করেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের দেখে নেওয়ায় কিছু দূরে গিয়েই তাদের ধরে ফেলে।

ঘটনাস্থলে সেখানে পুলিশ পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ চালাতে থাকে।

একজন প্রত্যক্ষদর্শী থেকে খবর সূত্রে জানা যায় যে, গাড়িটি সল্টলেক থেকে আসছিল, এবং তখন রাস্তায় ছিল রেডসিগনাল সেই গাড়িতে বেপরোয়াভাবে সেই সিগন্যাল না মেনে সিগন্যাল ক্রস করে চলে আসে এবং সেই সময় একটি মহিলা রাস্তা পার করছিল।

প্রত্যক্ষদর্শী তিনি বলেন যে, মহিলাটি সঠিক নিয়ম মেনেই রাস্তা পার হচ্ছিল কিন্তু গাড়িটি সিগন্যাল না মেনে ঢুকে পড়ায় মেয়েটিকে পিষে দিয়ে গাড়িটি চলে যায়।

Accident in the heart of the metropolis again. Death of a woman
ফের মহানগরীর বুকে দুর্ঘটনা। মৃত্যু হল এক মহিলার

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।