মাদকচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়
সম্প্রতি মাদকচক্রে জড়িত থাকার কারণে কেবলমাত্র অভিনেত্রীদের নাম কেন আসছে, অভিনেতাদের নাম কেন উঠে আসছেনা সেই প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী (MP Mimi Chakraborty)। এবার একটু অন্য আঙ্গিকে সেই একই কথা তুলে ধরলেন সকলের প্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। চিরকালই ঠোঁটকাটা স্বভাব তার। তাই কোনো কিছুতেই চুপ করে ঠিক থাকতে পারেন না তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একজন নেটিজেন লিখেছিলেন, বাঙ্গালীদের কাছে মাল মানে হল পানীয়। সম্ভবত দীপিকা পাডুকোন এর ‘মাল হ্য়য়’- এই কথাটি টেনে নেটিজেন এই বক্তব্যটি করেছিলেন।

নেটিজেন এর এই বক্তব্যকে খানিকটা ব্যাঙ্গের ইঙ্গিতেই তুলে ধরে স্বস্তিকা ট্যুইট করেন যে,”আমরা সকলেই তাহলে জেলে যেতে পারি। কারণ আমরা হলাম বাঙালি। মাল থেকে মাছ, সিগারেট থেকে জল সব কিছুই আমরা খেয়ে ফেলি।” (365 Reporter Bangla Entertainment News : actress swastika Mukherjee slams in context of drugs)।
প্রসঙ্গত উল্লেখ্য,ইতিমধ্যেই বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন অভিনেত্রীর নাম উঠে এসেছে মাদকচক্রে জড়িত থাকার অপরাধে। দীপিকা পাডুকোন থেকে শুরু করে সারা আলি খান, দিয়া মির্জা থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর বাদ যায়নি কেউ। খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে করন জহরকেও (Karan Johar)।
সম্প্রতি সুশান্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য স্বস্তিকাকে রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়েছিলেন একজন নেটিজেন। সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সর্বদা সত্য কথা বলে থাকেন এবং শুনতে পছন্দ করেন তাই মাদকচক্রের বিষয়ে মুখ খুলতে দেখা গেল তাকে।