ক্রিকেটখেলাসর্বশেষ

টানা দুই ম‍্যাচে অধরা জয়, ব‍্যাটিং বিভাগকে দুষলেন ধোনি

আইপিএলের প্রথম ম্যাচে জয় পেলেও টানা দুটি ম্যাচে জয় অধরা ধোনি-ডুপ্লেসিদের। দিল্লী ক্যাপিটালসের বিরূদ্ধে ১৭৬ রান করতে নেমে ১৩১ রানেই থামতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। টানা দুটি ম্যাচে হেরে স্বাভাবিকভাবেই মেজাজ হারিয়েছেন ক্যাপ্টেন কুল ধোনি (365 Reporter Bangla Sports News : Dhoni leading CSK team lost in two IPL matches consecutively)।

টানা দুই ম্যাচে দলের ব্যর্থতার জন্য দায়ী করেছেন ব্যাটিং বিভাগকেই (MS Dhoni blames the batsman’s poor performance)। ধোনি জানিয়েছেন, ১৬০ এর ওপরে রান করতে হলে শুরু থেকেই রান রেটকে সচল রাখতে হয়। না হলে মিডিল অডার ব্যাটসম্যানদের ওপর অতিরিক্ত প্রেসার থাকে। অতিরিক্ত বোলার নিয়ে খেলতে নামলে ব্যাটসম্যানদের আরো দায়িত্ববান হওয়া প্রয়োজন।

Shane Watson Mahendra Singh Dhoni and Ravindra Jadeja smiling
শেন ওয়াটসন, মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা একসঙ্গে (ফটো ক্রেডিটঃ ট্যুইটার)

এর পাশাপাশি তিনি বোলারদের ধারাবাহিকতার অভাব নিয়ে অভিযোগ করেছেন। চেন্নাই সুপার কিংসের মুরলী বিজয়-শেন ওয়াটসন ওপেনিং জুটি এখনো নিজেদের ফর্মে ফেরেনি (Murali Vijay and Shane Watson from Chennai Super Kings are unable to show their performance in IPL 2020 till now)। আর তার প্রভাব পড়ছে মিডিল অর্ডার ব‍্যাটসম‍্যানদের ওপর। আস্কিং রেট‌ও বেড়ে চলেছে এর জেরে।

আম্বাতি রায়াডুর অভাব স্বীকার করে নিয়েছেন সিএসকে অধিনায়ক। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রায়াডুকে ফর্মে পাওয়ার ব্যাপারে আশা রাখছেন ধোনি। প্রথম ম্যাচে অর্ধশত রান করে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দুটো ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে রায়াডুকে (Ambati Rayudu is out of field due to hamstring injury)।

রায়াডুর পরিবর্তে মাঠে নেমেছেন ঋতুরাজ গায়কোয়াড় (CSK player Ruturaj Gaikwad)। কিন্তু তিনি কোনো রান পাননি। সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে চেন্নাই সুপার কিংস এর হাতে রয়েছে ছ’দিন (#CSKvsSRH)। এই সময়কে কাজে লাগাতে চাইছে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সময়কে ব‍্যবহার পুরনো ফর্মে ফিরতে চান সিএসকে শিবিরের সকলে।