খবররাজনীতিরাজ্যসর্বশেষ

বিধানসভা ভোটকে কেন্দ্র করে, দিলীপ ঘোষ করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করছেন

বিধানসভা ভোটকে কেন্দ্র করে চায়ের আসরে বসে দিলীপ ঘোষ নানারকম মন্তব্যে করলেন, তবে এইবার তিনি চায়ের আসনে বসেই করলেন আলাদা রকম কিছু কাজ এবং সেটা হল কৃষ্ণ নাম করা তাও আবার নাকি করতাল বাজিয়ে। চায় পে আড্ডায় বসে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বললেন যে,” সাধারণ মানুষকে যদি প্রার্থী করা হয় তাহলে তো ভোট পাবে না, ওই জন্যই তারকাদের প্রার্থী করছে।” (West Bengal Election 2021 News : BJP leader Dilip Ghosh sings hare krishna when drinks tea in Kharagpur city)

খড়গপুর শহরে তিনি প্রাতঃভ্রমণের জন্য বেরিয়ে ছিলেন এবং সেখানেই চায় আসরে বসেই তিনি করতাল বাজিয়ে কৃষ্ণ নাম গাইলেন, এবং সাথে তৃণমূল কংগ্রেসকে নিয়ে নানান কথা বললেন। তার মতে তারকা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল কিন্তু বিজেপি যেটা করছে সেটা সবার কাছে চমকপ্রদ হবে।

তার মতে তৃণমূল প্রার্থী তালিকা বের করার পরে অনেক তৃণমূল নেতারাই তৃণমূল নেত্রীর ওপর ক্ষেপে রয়েছে। তৃণমূল গতকাল ২৯১ টি আসনের জন্য প্রার্থী নির্বাচন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়ছেন। মমতা ব্যানার্জি আগে ভবানীপুরের প্রার্থী ছিলেন কিন্তু সেই জায়গাতে এখন এসেছেন শোভন দেব চট্টোপাধ্যায় প্রায় ৬৪ জন তৃণমূল বিধায়ক সহ ৫ জন মন্ত্রী ভোটের টিকিট না পাওয়ার নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তৃণমূলের প্রার্থী হিসেবে তার জায়গা করে নিয়েছে একাধিক অভিনয় জগতের তারকারা। যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রী এবং বিধায়করা ভোটের টিকিট পায়নি তাদের মধ্যে তৃণমূল দলের সম্পর্কে খুব উৎপন্ন হচ্ছে। সকলের সামনে তাদের ক্ষোভ দেখো দেখাচ্ছেন তারা এবং দল থেকে তারা বেরিয়ে যাওয়ার কথাও বলেছেন।

সুতরাং একদিকে তৃণমূল প্রার্থী নির্বাচন করলেন এবং অন্যদিকে তৃণমূল দলের একাধিক নেতা নেত্রীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় সমস্তকিছুই বিজেপির কাছে বেশ শক্তিশালী বলেই মনে করছেন অনেকে। (bidhan sabha vote ke kendro kore DIlip Ghosh cha er sore kortal bajiye Krishna nam korchen)

bjp leader dilip ghosh sings hare krishna when drinks tea
বিধানসভা ভোটকে কেন্দ্র করে, দিলীপ ঘোষ করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করছেন