বিজ্ঞানসর্বশেষ

প্রথমে অসহায়দের দেওয়া হোক করোনা ভ্যাকসিন, বললেন বিল গেটস

পৃথিবীর সমস্ত মানুষ এখন প্রহর গুনছে যে কখন করোনা রোগের ঔষধ বের হবে। রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুহারও বেড়েই চলেছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম। বলতে গেলে এটির এখন আকাশচুম্বী চাহিদা। অক্সফোর্ড থেকে একটা ভ্যাকসিন বেরিয়েছে। আর ওই ভ্যাকসিনটির জন্য মানুষের মনে অনেকটা আশার আলো বৃদ্ধি পেয়েছে। তবে এই ভ্যাকসিনটি সম্পূর্ণরূপে আবিষ্কার হওয়ার পর তা কিভাবে সাধারণ জনগণের কাছে আসবে তা সবার কাছে অজানা ছিল। কিন্তু এই ব্যাপারে একটা জরুরী কথা উল্লেখ করলেন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস Bill Gates.

তিনি উল্লেখ করেছেন, ভ্যাকসিনটি বের হবার পর সর্বপ্রথম যেন এটি গরীব অসহায়দের হাতে পৌঁছে যায়। যাতে করে এর সুফল গরীব অসহায় মানুষ পেতে পারে। কারণ আগে দেখা গেছে সমাজে যারা উচ্চ স্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা কোনো না কোনো প্রকারে এই রোগ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হচ্ছেন। আর আদতে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে গরিব অসহায় মানুষেরা।তাই তিনি গরিবদের দুঃখের শরিক হতে বলেছেন এই ভ্যাকসিন সর্বপ্রথম গরিবদের হাতে তুলে দেয়া হোক

তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ওষুধটি পূর্বেই উচ্চ স্থানীয় ব্যক্তিবর্গের কাছে চলে আসলে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করবে। ফলে দেশ এবং সমাজের উন্নতির জন্য এই ভ্যাকসিন সর্বপ্রথম গরীব দুস্থদের হাতে পৌঁছে দেওয়া উচিত। এছাড়া এই ঔষধটি সে স্থানে দেওয়া উচিত যেখানে করোনা রোগীর সংখ্যা সর্বাধিক। ভ্যাকসিন নিয়ে যেন ব্যবসা না শুরু হয়ে যায় সে ব্যাপারে তিনি ভীতি জ্ঞাপন করেছেন।

আর এই ভাইরাসটির প্রতিষেধক নিয়ে যদি লোকজন ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে কাজ করে তাহলে করোনা রোগ ধ্বংস করা অসম্ভব হয়ে পড়বে। আর কোটি কোটি লোকজন মৃত্যুমুখে পতিত হবে। তাই এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে ভ্যাকসিন থেকে শুধুমাত্র ধনীদের কাছেই চড়া দামে বেচে দেবো এই চিন্তা ভাবনা করলে হবে না।

এক্ষেত্রে একটা কথা বলতেই হবে যে এই ভ্যাকসিনটি তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়েছে। কিন্তু এই টাকা তোলার জন্য অনেক মানুষ এই ভ্যাকসিন টি নিয়ে প্রচুর পরিমাণে ব্যবসা করা শুরু করে দিতে পারে। কারণ তারা ইচ্ছা পোষণ করতে পারে যে, যে সর্বোচ্চ দাম দেবে সেই ওষুধটি পাবে। আর এই ব্যাপারটি থেকেই তিনি পৃথিবীর সবাইকে সতর্ক করে দিয়েছেন। আর জানিয়েছেন যে এইভাবে কাজ শুরু করলে চারিদিকে মৃত্যু-মিছিল আরম্ভ হয়ে যাবে। তাই তিনি সবার পূর্বে ওষুধটি গরিবদের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন। আর এভাবেই শুধুমাত্র মৃত্যু হার কমানো সম্ভব হতে পারে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।