খবরবিনোদনরাজনীতিরাজ্যসর্বশেষ

ভোটের প্রচারে নেমে শীতলা মন্দিরে পূজা দিয়ে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় – Srabanti BJP on Election Campaign

আমরা সকলেই জানি যে অন্যতম বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। বিজেপির হয়ে টিকিট পাওয়ার পর তিনি বেহালার গোপাল মিস্র রোডে শীতলা মন্দিরের পূজা দিয়েছেন। একইসঙ্গে সেখানকার মানুষ জনের সঙ্গে হাতে হাত লাগিয়ে অংশগ্রহণ করেছেন দেওয়াল লিখনেও। (West Bengal Assembly Election 2021 : BJP candidate Srabanti Chatterjee woreships Sitala Mata Mandir on Behala Paschim during election campaign)

বেহালা পশ্চিম এসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, আমি নিজের বেড়াতে এসেছি। এখানে আমার নিজের ছোটবেলা কেটেছে। অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। আমার খুব ভাল লাগছে যে আমি এই পাড়ার মেয়ে। আমার নিজের পারার জন্য আমি কিছু করতে পারবো।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমার রাজনীতিতে আসার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের পাশে থাকা। তাদের জন্য যা করার আমি অবশ্যই করবো। বিপক্ষে হেভিওয়েট প্রার্থী রয়েছে সেটা আমি জানি। কিন্তু আমার বিশ্বাস যে, ভাগ্য আমার সঙ্গে রয়েছে, আর সঙ্গে রয়েছে ঈশ্বর। আশা করি এখানকার বাসিন্দারা আমার সঙ্গে সহযোগিতা করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিপরীতে রয়েছে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় যে তৃণমূলের একজন হেভিওয়েট নেতা তা আমরা সকলেই জানি। তবে বিপরীতে পার্থ চট্টোপাধ্যায় দাঁড়ালেও একেবারেই ঘাবড়ে যান নি বিজেপির নতুন সদস্য শ্রাবন্তী।

শ্রাবন্তী পুজো দিয়ে বেরিয়ে বলেন, খেলা হবে কিসের ইঙ্গিত সেটা আমি নিজেও জানিনা। তবে বুঝতেও চাইনা আমি। এতদিন টেলিভিশনের পর্দায় আপনাদের সকলকে আনন্দ দিয়ে এসেছি। এবার চাই মানুষের হয়ে কোন কাজ করতে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেহালার পূর্বেও তারকা প্রার্থী নিয়েছে বিজেপি। সেখানে পায়েল সরকারকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। অর্থাৎ এই বছর তারকাদের কাঁধে ভর দিয়ে এগিয়ে যেতে চায় বিজেপি, আর বিজেপিতে যোগদান দিয়ে রীতিমত খুশি হয়েছেন তারকারা।

bjp candidate srabanti woreships sitala mata on behala paschim during election campaign
ভোটের প্রচারে নেমে শীতলা মন্দিরে পূজা দিয়ে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় – Srabanti BJP on Election Campaign