অপরাধখবররাজনীতিরাজ্যসর্বশেষ

হেভিওয়েট অর্জুন সিং এর বাড়ির নিকটে বোমাবাজি, আহত ৩

ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে, প্রার্থী তালিকাও জায়গায় জায়গায় প্রকাশিত হয়ে গেছে। এদিন হঠাৎই থমথমে জগদ্দল ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়, জানা যায় অর্জুন সিং এর বাড়ির কাছাকাছি এই বোমাবাজিটি হয়, সেই বোমাবাজিতে ইতি মধ্যেই কিশোর ও মহিলাসহ 3 জন জখম হয়েছে। তারা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা চলছে। (Jagaddal News : Bomb blast near BJP MP Arjun Singh home Bhatpara, Jagaddal, North 24 Parganas, West Bengal)

যা সূত্র মারফত জানা যায়, তা হল গতরাতে জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির কাছাকাছি বোমাবাজির মতো ঘটনাটি ঘটে। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী এবং সমস্ত এলাকা ঘুরে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় নন্দ ও সিপি ধ্রুবজ্যোতি দেব। যদিও অর্জুন সিং এর দাবি, তার বাড়ি ঢোকার সময় তখনই ঘোষপাড়া রোড এর মেঘনা মোড়েতে বোমাবাজি শুরু হয়ে যায়। তিনি অবশ্য এই সমস্ত কিছু হামলার ঘটনাতে তৃণমূলেরই আশ্রিত দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে দাবি করেছেন এবং অর্জুন সিং (বিজেপি সংসদের) আরও দাবি করেন যে, সেইরাতে বোমাবাজি ঘটলেও সম্পূর্ণ পুলিশের ভূমিকা ছিল দর্শকের মতো।

স্বাভাবিকভাবেই এর পাল্টা দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসও, তাদের দাবি যে বিজেপির দুষ্কৃতীরাই তাদের কর্মীর বাড়ি তে বোমা বাজি করেছেন। যদিও সেই রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নামানো হয় কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে,দুষ্কৃতীরা সেই অঞ্চলের সমস্ত সিসিটিভি ক্যামেরা গুলোকে নষ্ট করে দেয়। এখনো অব্দি এই বোমাবাজি ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি অর্থাৎ বোঝাই যাচ্ছে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ির পালা চলছে, যা ভোটের চিরাচরিত চিত্র এমনকি রাজনীতির ধরনও বললে মন্দ হয় না।

এর আগে ষোল তারিখের দুটি বোমাবাজির ঘটনা ঘটে প্রথমটি, অশোকনগরে ঘটে তাতে আইএসএফ কর্মীদের ওপর হামলা হয় তাতেও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অপরটি বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটে, রাত্রি সোয়া এগারোটা নাগাদ বিজেপির হাবরা উত্তর এর মন্ডল সভাপতি ভাস্কর দাসের বাড়িতে ঘটে ঘটনাটি, জোড়া বোমা বিস্ফোরণ হয়। এক্ষেত্রেও পদ্মফুল শিবিরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। হাবরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা তার এলাকাতে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলায় অপর পার্টিরা ভয় দেখানোর জন্য এর ঘটনা ঘটানো হয়। যাতে বিজেপি শক্ত ঘাঁটি না গড়তে পারে।

অপরদিকে তৃণমূল কংগ্রেসও পাল্টা দাবি করেছে এই সমস্ত কিছুর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী, তার জেরে ঘটে চলেছে একের পর এক ঘটনা। তবে এ সমস্ত ঘটনার জেরে সবকিছুর ওপরে পুলিশ এই অঞ্চলের নমুনা সংগ্রহ করেছে এবং এ বিষয়ে গভীরে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। আসল ঘটনা আশা করি শীঘ্রই বেরিয়ে আসবে।

bomb blast near bjp mp arjun singh home bhatpara
হেভিওয়েট অর্জুন সিং এর বাড়ির নিকটে বোমাবাজি, আহত ৩