বৃষ রাশির বিবাহিত জীবন কেমন যাবে 2024 – Brish Rashi Married Life 2024
বৃষ রাশির বিবাহিত জীবন কেমন যাবে 2024 – Brish Rashi Married Life 2024
বৃষ রাশির জাতক-জাতিকারা বেশিরভাগ হয় রহস্যময়। তারা খুব ধীরে ধীরে কথা বলতে ভালোবাসেন। যেকোনো কাজ কর্মে যোজনা করতে নিপুন হয় তারা। কাজের থেকে কাজের পরিকল্পনা এদের কাছে প্রধান। (Lifestyle Tips Bangla: Brish rashi bibahitio jibon Taurus married life Bengali)
তবে সবক্ষেত্রে পরিকল্পনা যে কাজে লাগে তাও কিন্তু নয়। এই রাশির জাতক লম্বা চেহারা, শক্ত মাথার চুল বিশিষ্ট এবং গৌরবর্ণ হয়। এদের নাক চ্যাপ্টা, টানা টানা চোখ হয়। ফুর্তিবাজ হবার সাথে সাথে এরা আপন প্রভুর আজ্ঞাবহ হয়ে থাকে।
বৃষ রাশির বিবাহ 2024: বিবাহ জীবনে বৃষ রাশির সুখের আশা খুব কম থাকে। এদের ক্ষেত্রে প্রেম না করাই ভালো। বৃষ রাশি জাতকদের জন্য কর্কট, মীন বা কন্যা রাশি অথবা লগ্নের পাত্রী সঙ্গে বিবাহ হওয়া প্রয়োজন। এছাড়া পাত্রীর যদি জন্ম মাস হয় জৈষ্ঠ শ্রাবণ অথবা আশ্বিন তাহলে আরো ভালো হয়। তবে সিংহ রাশির জাতিকার ক্ষেত্রে পুরুষের রাশি হওয়া উচিত মিন, মেষ, তুলা অথবা বৃশ্চিক।
বৃষ রাশির জাতক-জাতিকার প্রধান শাসন কর্তা হল শুক্র গ্রহ। এনারা এই জাতক অথবা জাতিকার জীবনের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করতে পারে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের দেবী লক্ষ্মীর উপাসনা করা উচিত।
বিশেষ দ্রষ্টব্য – এই পোস্টটি একটি সাধারণ লাইফ স্টাইল পোস্ট। আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকলেও এই পোস্টে যা লেখা রয়েছে তার সঙ্গে আপনার ভাগ্য নাও মিলতে পারে। তাই মনে রাখবেন আপনি ভালো কর্মের মাধ্যমে সমস্ত কিছু লাভ করতে পারবেন।