সর্বশেষ

করোনায় মৃত বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসু

পশ্চিমবঙ্গে আজ করোনা আক্রান্তের সংখ্যা ২৭৫২। সবমিলিয়ে আক্রান্ত ৮০,৯৮৪ জন। ২৪ ঘন্টায় মৃত ৫৪ জন। মোট মৃতের সংখ্যা ১৭৮৫ ও কো-মর্বিডিটির কারণে মৃত্যু ১৫৫৯। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় পৌর প্রতিনিধি, পুলিশকর্মী তথা প্রশাসনের কর্মী‌দের আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল।

এবার ঘটনাস্থল বিধাননগর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলরের। ১২ দিন আগে করোনা উপসর্গ নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিধাননগর পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু।

বেশ কিছুদিন ধরেই অবস্থার অবনতি হওয়ায় আজ তার মৃত্যু হয়। বিধাননগরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সঙ্গে বাড়ছে মৃতের ‌সংখ্যা‌ও। বিধাননগরে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তা যথেষ্ট চিন্তার সৃষ্টি করেছে স্বাস্থ্যমহলে।

একের পর এক আক্রান্ত এবং মৃতের সংখ্যা বিধাননগরে আতঙ্ক সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের পৌর প্রতিনিধির মৃত্যুতে বিধাননগর পুর নিগমে নেমে এসেছে শোকের ছায়া। সুভাষ বসুর পরিবার সূত্রের খবর, করোনা‌র পাশাপাশি তিনি কিডনির অসুখে ভুগছিলেন। আজ সকাল পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তার রাজনৈতিক দলের সহকর্মী‌রা।