কলকাতাসর্বশেষ

অস্বাভাবিক মৃত্যু ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের, মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

নামজাদা ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু হয়েছে গতকাল। তার মৃত্যু যে অস্বাভাবিক তা পূর্বেই স্পষ্ট করা হয়েছে পুলিশের তরফে। মৃত্যুর তদন্ত করছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। শর্বরী দত্তের মৃত্যু ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে, যা ইতিমধ্যে চিন্তার সৃষ্টি করেছে পুলিশ আধিকারিকদের মধ‍্যে (365 Reporter Bangla: Death of fashion designer sharwari dutt is a mystery. The Homicide department of Kolkata Police are searching for evidence)।

বাড়ির লোকের বয়ান অনুযায়ী শর্বরী দত্ত হরমোনাল সংক্রান্ত সমস্যার জন‍্য ওষুধ সেবন করতেন। ওষুধের ওভারডোজে মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিলেন এবং সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন মৃতদেহ বিছানায় শোয়ানো রয়েছে। বাড়ির লোক কেন মৃতদেহ সরালেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

শর্বরী দত্তের ডেট সার্টিফিকেট দিয়েছেন তাদের পারিবারিক ডাক্তার। বাড়ির লোকের বক্তব্য ডাক্তারের পরামর্শেই তারা দেহ বাথরুম থেকে বিছানায় এনে শুইয়ে দিয়েছিলেন। মৃত্যু যখন অস্বাভাবিক সেখানে একজন পেশাদার ডাক্তার কিভাবে এই নির্দেশ দিতে পারেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

বাড়ির লোক পুলিশকে জানিয়ে ছিলেন শর্বরী দত্ত অজ্ঞান হয়ে চিৎ হয়ে পড়ে গিয়েছিলেন। কিন্তু প্রাথমিক তদন্তে মাথার পিছনের দিকে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ইন্টার্নাল কোন হ‍্যামারেজ হয়েছে কিনা ময়নাতদন্তের রিপোর্টে তা জানা যাবে।

পুলিশ আধিকারিকদের বেশি চিন্তায় ফেলেছে শর্বরী দত্তের পায়ের নিচে গোড়ালির কাছে একটি কাটা দাগ। যার সাথে সম্পর্ক নেই মাথা ঘুরে পড়ে যাওয়ার। এই দাগ কি কোন অস্ত্রের, না অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে।

সেক্ষেত্রে বলা যায় শর্বরী দত্তের মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের দেহ উদ্ধার হয় ব্রড স্ট্রিটের বাড়ির বাথরুম থেকে (Dead body of the famous designer Sharwari Dutt has been found in the bathroom in her Broad Street home, Ballygunge, Kolkata)। এরপরই পরিবারের সদস্যরা পারিবারিক বন্ধু ও চিকিৎসক অমল ভট্টাচার্যকে খবর দিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কড়েয়া থানার পুলিশ (Karaya Thana Police, 52 Karaya Road, LowerRange, Beck Bagan, Ballygunge, Kolkata) এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিক‌রা।