বিনোদনভাইরালসর্বশেষ

সুশান্ত আত্মহত্যা করেছেন না খুন হয়েছেন- কোনোটারই প্রমাণ মেলেনি- জানালো সিবিআই

এই মুহূর্তে সুশান্তের মৃত্যু মামলা নিয়ে সারাদেশে হইচই চলছে। আর এরই মাঝে সিবিআই এর তরফ থেকে নতুন তথ্য জানানো হলো। তাদের কথা অনুসারে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন না তাকে খুন করে ফেলা হয়েছে- সে বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। এই মুহূর্তে সিবিআই এর তরফ থেকে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলা হয়েছে। তাছাড়া ক্রাইম সিন বারবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আর এই ব্যপারগুলো মাথায় রেখে সিবিআই এর মতে, সুশান্তকে যে সত্যিই খুন করা হয়েছে তার কোন জোরালো প্রমাণ নেই।

তবে যে এফআইআর করা হয়েছে তাতে আত্মহত্যা বা খুনের কোন চার্জ আনা হয়নি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই অ্যাঙ্গেল থেকেও ঘটনাটিকে বিশ্লেষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে (CBI tries to know the real truth of Sushant Singh Rajput death case)। এরইমধ্যে রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী (Mr. Indrajit Chakraborty, the father of Actress Rhea Chakraborty) ডিআরডিও গেস্টহাউজ কমপ্লেক্সে গিয়েছিলেন।

আর সেখানে তাঁকে সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কারণ তার বিরুদ্ধেও সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর মামলায় এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার প্রথমবারের জন্য সিবিআই এর পক্ষ থেকে রিয়া চক্রবর্তীর পিতা মাতাকে জেরা করা হয়েছে।

অপরদিকে, সিবিআই ক্রমাগত রিয়ার ভাই শোয়িক চক্রবর্তীকে (Rhea’s brother Showik Chakraborty) জিজ্ঞাসাবাদ করে চলেছে। তাকে গত সপ্তাহে শেষবারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এই মঙ্গলবারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শোয়িক তার বাবা-মার সঙ্গে ছিলেন যখন তারা তিনজন ডিআরডিও গেস্ট হাউসে গাড়িতে করে পৌঁছে যান। আর এই গাড়িটি মূলত ছিল পুলিশের একটি গাড়ি।

প্রসঙ্গত, সুশান্তের বাবা রিয়া চক্রবর্তী এবং তার পিতা-মাতা তার ভাই এবং আরো কয়েকজন এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিহার পুলিশের কাছে। সুশান্তের বাবার কথা অনুযায়ী, রিয়া চক্রবর্তী এবং তার পরিবার সুশান্তের মৃত্যুতে প্ররোচনা দিয়েছে। অপরদিকে তারা নাকি সুশান্তের টাকাপয়সা গায়েব করে দিয়েছে।

রিয়া চক্রবর্তী উকিল সতীশ বাবু নতুন একটি তথ্য জানালেন। তিনি ২০০৮ সালে ঘটে যাওয়া আরুশি তালওয়ার খুন মামলার (Aarushi Talwar Death case) কথা তুলে ধরলেন। আরে সেখানেও আরশির পুরো পরিবার গোটা পৃথিবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল বলে তিনি জানালেন। আর তাই তিনি সেই কেস এবং সুশান্তের কেসের মধ্যে মিল দেখতে পাচ্ছেন বলে জানালেন। আর তিনি এই কথাটি বিখ্যাত সংবাদমাধ্যমে জানিয়েছেন।

অপরদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুশান্তের মৃত্যু মামলাটিকে বিভিন্ন প্রকার দৃষ্টিকোণ থেকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখছেন। শুরুর দিকে তারা সুশান্তের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন (CBI reaches to SUshant’s home in Bandra, Mumbai)। তারা প্রত্যেকটা ঘটনাকে মিল করার চেষ্টা করছেন। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই সাংঘাতিক মৃত্যু ঘটনাটির আসল সত্য বের করা যায়
তবে এখনো পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি এই মৃত্যুটি আসলে আত্মহত্যা নাকি খুন (CBI says that there is no proof that sushant case is a murder or suicide) ?

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।