জীবনযাত্রাসর্বশেষ

টিকটিকি কি সত্যিই বয়ে আনে শুভ-অশুভ বার্তা ? জেনে নিন – TikTiki Potoner Folafol

টিকটিকির আগমনে শুভ অশুভ নিয়ে আমরা অনেকেই ছোটো থেকে অনেক নিয়ম শুনে এসেছি। সেগুলি কখনো আমাদের মা-ঠাকুমা কিংবা বাড়ির বড়োরা জানিয়েছেন। সত‍্যি‌ই টিকটিকি শুভ অশুভ বার্তার আগাম জানান দেয় কিনা তা তর্কসাপেক্ষ কিন্তু আগেকার কিছু নিয়ম পরম্পরা হিসেবে চলে আসছে। সেরকমই টিকটিকির কিছু শুভ অশুভ ইঙ্গিত জেনে নিন একঝলকে (365 Reporter Bangla Lifestyle/Astrology tips: Does Lizard really carry a good or bad message. Tiktiki Potoner Folafol ki hoy)।

home lizard or indian chipkali
দেশি ঘরোয়া টিকটিকি

★ টিকটিকি যদি কখনো হাতে বা গায়ে পড়ে তাহলে খুব শীঘ্রই আপনি কোন বিষয়ে সম্মানিত হতে পারেন।
★ কথোপকথনের মাঝখানে যদি কখনো টিকটিকি শব্দ করে, তাহলে মনে করা হয় যা নিয়ে কথোপকথন হচ্ছিল তা সত্য হতে পারে।
★ খাবার সময় পায়ে টিকটিকি পড়লে তা শারীরিক অসুস্থতার লক্ষণ হিসেবে ধরা হয়।

★ টিকটিকি কোন পোকা মাকড় ধরে খাচ্ছে এই দৃশ্য দেখলে ধন প্রাপ্তি যোগ থাকে। তবে তার সঙ্গে প্রাপ্ত আয়ের ব্যয় হওয়ার সম্ভাবনা থেকে যায়।
★ যদি কোন ব্যক্তির মাথায় টিকটিকি পড়ে তবে প্রচুর ধন-সম্পদ পাওয়ার সম্ভাবনা থাকে।

★ কোন গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে দুটি টিকটিকির মারামারি করার দৃশ্য চোখে পড়লে যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজ সফল নাও হতে পারে।
★ বাঁ কাঁধে টিকটিকি পড়লে আয়ু বৃদ্ধি হয় (Tiktiki potoner folafol)।

★ ডান কাঁধে টিকটিকি পড়লে নতুন জামা-কাপড় প্রাপ্তির যোগ থাকে।
★ ঠাকুর ঘরের টিকটিকি দেখলে গঙ্গা জল ছিটিয়ে মনস্কামনা করা উচিত। তাহলে তা পূর্ণ হয়।

★ স্বপ্নে টিকটিকির মারামারি করার দৃশ্য দেখলে বিপদের আশঙ্কা করা হয়।
★ পুজো করার সময় কোন টিকটিকি দেখতে পেলে তার শুভ বলে মানা হয়।

★ ভুলবশত কোন টিকটিকির আপনার হাতে মৃত্যু হলে সৎকার করা প্রয়োজন। না হলে এটিকে অশুভ বলে ধরা হয়।
★ খেতে বসে টিকটিকির শব্দ শুনলে সুখবর প্রাপ্তির যোগ ধরা হয়।
★ স্বপ্নে মৃত টিকটিকি দেখলে তা অশুভ বলে মনে করা হয়।