জীবনযাত্রাসর্বশেষ

চাণক্য মতে এই বিশেষ সমস্যা গুলোর কথা কাউকে জানালে বিপদে পড়বেন

আচার্য চাণক্য- আমরা সকলেই জানি ভারতীয় শাস্ত্রে সকল পণ্ডিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পন্ডিত মনে করা হয় চাণক্যকে। তিনি এতটাই নিপুণভাবে মানব জীবন এবং মানব জীবনে প্রতিনিয়ত ঘটা কার্যকে অধ্যায়ন করেছিলেন যে, মানব সংসারে রেখে যাওয়া তার বাণী গুলির মধ্য দিয়ে আমরা তা বুঝতে পারি(365 Reporter Bangal Lifestyle Solutions: Don’t ever reveal this problems to anybody according to Chanakya)।

চাণক্যের বাণী অর্থাৎ যেগুলোকে আমরা চাণক্য নীতি বলে জানি সেই বাণীগুলি মন দিয়ে অধ্যয়ন করলে আমরা দেখতে পাই তিনি মানব জীবনের কতটা গভীর সত্য কে আমাদের জন্য তুলে ধরে গিয়েছেন। শাস্ত্রীয় পণ্ডিতদের মতে যে সমস্ত মানুষ নিয়মিত চাণক্য নীতি অধ্যয়ন করেন তারা সকল রকম দুঃখ-দুর্দশা কে কাটিয়ে উঠতে সক্ষম হন এবং তাদের জীবনে কোনরকম বিপর্যয় এলে খুব ধীর, স্থির, শান্ত ভাবে বিবেচনা করে সেই বিপর্যয় উপেক্ষা করার শক্তি রাখেন।

জীবনে কোন কার্যটি করা উচিত এবং কোন কার্যটি করা উচিত নয় এ সকল বিষয় চাণক্য নীতির মধ্যে উল্লেখ করা আছে। সেই সকল নীতি থেকেই কিছু বিশেষ নীতি যেগুলি মানবজীবনে একদমই করা উচিত নয় সেগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো-

নিজস্ব সমস্যার কথা:

চাণক্যের নীতি অনুযায়ী আপনার ব্যক্তিগত সমস্যার কথা কাউকে বলা উচিত নয়, এতে আপনি নিজের আত্মীয় পরিজন এবং আরো অনেকের কাছে হাসির পাত্র হয়ে যেতে পারেন। তাই নিজের ব্যক্তিগত সমস্যা নিজের কাছেই ঢেকে রাখা ভালো এবং নিজেকেই তার সমাধান করা উচিত।

আর্থিক টানাপোড়েনের কথা:

চাণক্য নীতি তে বলা হয়েছে আপনার আর্থিক অবস্থা যতই খারাপ হোক না কেন কোনদিন কারোর থেকে আর্থিক সহযোগিতা চাওয়া উচিত নয়। এতে অনেকেই আপনার অসহায়তার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে।

স্ত্রীর চরিত্র নিয়ে কথা:

চাণক্য নীতির মতে নিজের স্ত্রী ভালই হোক বা খারাপ, তার চরিত্র নিয়ে কোনদিন কারো সাথে আলোচনা করা উচিত নয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।