ক্রিকেটখবরখেলাসর্বশেষ

ধোনির মত ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ঠুকে দিলো হার্দিক পান্ডিয়া

পুনরায় ভারতবাসী আরেকটি রুদ্ধশ্বাস জয়ের প্রতিফলন দেখতে পেল হার্দিক পান্ডের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলায় ঠিক এভাবেই নায়ক হয়ে উঠলেন অলরাউন্ডার হার্দিক। তার এই জয়কে অনেকে রূপকথা বলে অভিহিত করছেন। চলুন জেনে নিন বিস্তারিত। (Ind vs Aus T20 : Heroic performance of Hardik Pandya leads India to win T20 series against Australia)

প্রকৃতপক্ষে রবিবার শুরুতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১৯৪ রান তোলে। হলে ভারতের পক্ষে জয়ের জন্য দরকার ছিল ১৯৫ রান। আর ২ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে ঠুকে দিয়ে জয় লাভ করে ভারত। এমনকি হার্দিকের এই ফিনিশিং দেখে অনেকে তাকে ক্যাপ্টেন কুল ধোনির সাথে তুলনা করছেন।

পুরো ম্যাচজুড়ে চলছিল টানটান উত্তেজনা। আর জয়লাভ করতে গেলে ভারতকে সর্বশেষ ওভারে করতে হতো ১৪ রান। আর এই কাজটি একদম অনায়াসে করে ফেলেন হার্দিক। তিনি ড্যানিয়েল স্যামসের করা 4 বলের মধ্যে ডবল বাউন্ডারি হাঁকিয়ে দেন। তিনি 22 বলে 42 রানের এক ঝড়ো ইনিংস খেলে ফেলেন।

আর এভাবেই অনায়াসে জয়লাভ করে ভারত। অবশ্য কুড়ি ওভারের ১৯৫ রান করা ভারতের পক্ষে কতটা কিন্তু সহজ সাধ্য ছিল না। পূর্ববর্তী ব্যাটসম্যান যেমন রাহুল 22 বলে 32, ধাওয়ান 36 বলে 52 এবং কোহলি 22 বলে 40 রান করার মাধ্যমে প্রকৃতপক্ষে হার্দিকের কাজ অনেক সহজ করে তোলেন।

আর ঠিক এই ভাবেই t20 সিরিজ জিততে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট দল। আর এর পরেই রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ। এরপূর্বে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে গো-হারা হেরে যায় ভারত। তবে এই টি-টোয়েন্টি সিরিজ জেতার মাধ্যমে তাদের মধ্যে পুনরায় আত্মবিশ্বাস ফিরে এলো। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১৯৪/৫ এবং ইন্ডিয়া ১৯৫/৪.

Heroic performance of Hardik Pandya leads India to win T20 series against Australia
ধোনির মত ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ঠুকে দিলো হার্দিক পান্ডিয়া (Credit : Hardik on Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।