বাড়িতে টবেও হয় ঢেঁড়সের ফলন, জেনে নিন কিভাবে
ঢেঁড়স আমরা সকলেই চিনি। প্রয়োজনে বাজার থেকে কিনে আনি। তবে কিছু সহজ পদ্ধতিতে এই সবজি বাড়িতে চাষ করা যায়। ঢেঁড়সে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। যা মানবদেহের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া এতে ভিটামিন এ ও ফাইবার রয়েছে যা অত্যন্ত উপকারী। কিছু সহজ পদ্ধতিতে এই সবজি বাড়িতে চাষ করা যায় (Home gardening Tips: How to farm okra easily in your house)।
★ বেলে বা দোআঁশ মাটি প্রয়োজন ঢেঁড়স চাষের জন্য।
★ চারা লাগানোর সময় ঝুরঝুরে মাটি প্রয়োজন।
★ মাটির সঙ্গে গোবর সার ব্যবহার করতে হবে।
★ ঢেঁড়স চাষের ক্ষেত্রে মাঝারি আকারের টব কিংবা সিমেন্টের বস্তা ব্যবহার করতে পারেন।
★ ভালো ঢেঁড়সের বীজ নার্সারি থেকে কিনে এনে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখুন।
★ পরের দিন ছোট ছোট গর্ত করে নির্দিষ্ট দূরত্বে বীজ পুঁতে দিন।
★ প্রতিদিন সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
★ বছরের যেকোনো সময় ঢেঁড়স চাষ করা গেলেও শীতের শেষ দিক থেকে বৈশাখ মাস পর্যন্ত ফলন ভালো হয়।
★ ঢেঁড়স গাছে বেশি জল প্রয়োজন হয় না। লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই গাছের গোড়ায় জল না জমে।
★ ঢেঁড়স গাছে অনেক সময় শুঁয়োপোকার আক্রমণ হয়। সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করতে হবে।
★ গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় তাই মাঝে মাঝে জল ছিটিয়ে মাটি ভিজে রাখার ব্যবস্থা করতে হবে।
★ গাছের গোড়ার আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে।
এই নিয়মগুলো মেনে ঢেঁড়স গাছের পরিচর্যা করলে বাড়ির ছাদে কিংবা টবেই ঢেঁড়স চাষ করতে পারেন (By the help of above procedure, you can easily farm ladies finger in your home)।