সঙ্গী অনেকগুলো প্রেম করছে? বোঝার জন্য এই পোস্টটি পড়ুন
প্রতিনিয়তই হাজারো হাজারো সম্পর্কে বিচ্ছেদ ঘটে আবার তৈরিও হয়ে যায়। সময় যত পাল্টাচ্ছে ততই ক্রমাগত অন্যরকম হয়ে যাচ্ছে অনুভূতি, বিশ্বাস ইত্যাদি। ফলে প্রেমের ডেফিনেশন ও বদলে যাচ্ছে। তবে এখন প্রেম ভালোবাসা শুধুমাত্র একজনের সঙ্গে নয়, অবৈধভাবে একসাথে কয়েকজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায় অনেকে। অর্থাৎ একের অধিক প্রেমিক-প্রেমিকা থাকে একজনেরই। ফলে দিনের পর দিন মানুষেরা প্রেম-ভালবাসার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে চলেছে।
আর ভালোবাসার সবথেকে বড় পাওয়ার হচ্ছে বিশ্বাস।সঙ্গীর প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কীভাবে গড়ে উঠবে ভালোবাসার রাজপ্রাসাদ? কিন্তু আপনার অজান্তেই আপনার সঙ্গী যদি অন্য কারো সঙ্গে অবৈধভাবে সম্পর্ক চালিয়ে যায় তাহলে সেটি মোটেও ভালো লক্ষণ নয়। তো এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি সেগুলো ধরতে পারবেন? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। অন্য কারো সঙ্গে আপনার সঙ্গীর রিলেশন রয়েছে কিনা তা বোঝার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। একা করে সেই ব্যাপার গুলো সম্পর্কে জেনে নিই।
১. আপনার সঙ্গী আপনার সঙ্গে বেশি সময় কাটায় না। মাঝে মাঝে লক্ষ্য করে থাকবেন আপনি তার সঙ্গে দেখা করার কথা বললেই সে দেখা করতে চাইছে না।এছাড়াও এই দেখা না করার জন্য তিনি কি কাজ করছেন তা আপনাকে খোলসা করে বলছেন না। আপনি যদি শুনেন তাহলে সে অন্য কথা শুরু করে দিচ্ছে।আর জানার জন্য চাপ দিলে আপনার সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। আর অবিশ্বাস্য কিছু একটা উত্তর বলে দিচ্ছে।
২. আপনার সঙ্গে কোনো পরিকল্পনা থাকলে তা যেকোনো সময় বাতিল করে দিচ্ছে। দেখা যায় কোন দিন হয়তো আপনাদের ডেটিং করার কথা। হঠাৎ করেই কোন অজুহাত দেখিয়ে তা বাতিল করে দিচ্ছে। আর কারণ হিসেবে যে অজুহাত দেখাচ্ছে তা কোন প্রকার সমস্যাই নয়।
৩. অজুহাতই শুধুমাত্র নয়। দেখবেন হঠাৎ করে এসে আপনার সঙ্গে ডেটিং করতে চাইছে। আপনি হয়তো ভাবছেন এটা আপনার প্রতি গভীর ভালোবাসার লক্ষণ। কিন্তু প্রকৃতপক্ষে মোটেও তা নয়। অন্য সঙ্গে সঙ্গে কোনো কারণে হয়তো দেখা করতে পারেননি সেদিন। আর সেই কারণেই সময় কাটাতে আপনার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করছেন।
৪. আপনার পার্টনারের মোবাইল সব সময় বন্ধ থাকে। আপনি তাকে ফোন করে সহজে পান না। আবার যখন আপনি তার সঙ্গে একসাথে রয়েছেন তখন তার ফোন বন্ধ করা রয়েছে। তুমি বলে থাকেন মোবাইলে চার্জ দিতে মনে ছিল না।এরকমটা একবার কিংবা দুবার হওয়া স্বাভাবিক কিন্তু তার বেশি কখনোই হওয়া অসম্ভব।হয়তোবা তিনি আপনার সম্মুখে অন্য সঙ্গীর ফোন বা মেসেজ লুকিয়ে রাখতে চান না। তাই মোবাইল বন্ধ করে রেখে দেন।
৫. তিনি আপনাদের রিলেশন বা সম্পর্ককে কোন পরিচয় দিতে অনিচ্ছুক। সম্পর্কের প্রথমদিকে এ ব্যাপারটি হালকাভাবে নিতে পারেন।অনেকদিন পরেও যদি তিনি ক্রমাগত বলতে থাকেন যে আপনারা শুধুমাত্র বন্ধু হিসেবে থাকতে চান।আপনার সঙ্গে সম্পর্ক টিকে আর এগিয়ে নিয়ে যেতে চান না বা আপনাকে স্বাধীনতা কম দিতে চান। তবে সে ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে তার অন্যান্য রিলেশন রয়েছে। আপনার সঙ্গে শুধুমাত্র তিনি টাইম পাস করছেন।
৬. আপনার সঙ্গী যদি সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে লাইভ না থাকেন তাহলে একটু ভালো করে নজর দিন। তবে অনেকেই ফেসবুক-টুইটার খুব একটা ব্যবহার করে থাকেন না। অনেকের ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে তবুও সেরকমভাবে পোস্ট বা আপডেট দেন না। যাদের একাধিক সঙ্গী রয়েছে তারা সেলফি বার নিজস্বী পোস্ট করার ক্ষেত্রে বাহানা দেখিয়ে এড়িয়ে যায়। আর সহজে পোস্ট করতে চান না। সম্পর্ক জনিত কোন প্রকার আপডেট দ্বিতীয় সবসময় অনিচ্ছুক থাকেন। হয়তো অন্য একজনের কাছ থেকে এটি লুকানোর জন্যই এসব আপডেট দেওয়া থেকে বিরত থাকেন।
৭. তিনি সব সময় তার বাড়ি বা অফিসে যেতে বারণ করে রাখেন।কারণ আপনি তার বাড়িতে চলে গেলে দেখা যাবে সেখানে পরিবারের সদস্য বা সহকর্মী তার অন্যান্য রিলেশন এর ব্যাপারে আপনাকে জ্ঞাত করে দিচ্ছে। এমনকি হয়তো অন্য সঙ্গে সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে। কারণে তিনি সবসময় স্ট্রিক্টলি তার বাড়িতে অফিসে যেতে মানা করে দেন।
৮. বারবার তাকে খোঁজ করে পাচ্ছেন না থাকে।তিনি হয়তো পুরো সপ্তাহটি ধরে আপনার সঙ্গে মেসেজ করে বা ফোনে ক্রমাগত যোগাযোগ করে যাচ্ছে। অথচ শনি রবিবার ছুটির দিনে তাকে ফোন বা টেক্সট করে কোন ভাবে যোগাযোগ করতে পারছেন না। এরপর আবার সোমবার তিনি আগের মতোই স্বাভাবিক হয়ে যাচ্ছেন। আর এরকমটি ঘুরলে মনে সন্দেহের উদ্রেক হওয়া স্বাভাবিক।
প্রেম-ভালোবাসা যেমন ক্ষণিকের মোহ, সেরকম ভাবে এর জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণে সর্বপ্রথম নিজের আবেগ অনুভূতি গুলোকে বেশি করে গুরুত্ব দিন। আপনার যদি কখনো মনে হয় আপনার সঙ্গী কোন একটা অসুবিধায় রয়েছে। বা তিনি আপনার সঙ্গে বিশ্বাসযোগ্য ব্যবহার করছেন না। সে ক্ষেত্রে তার সঙ্গে আপনার মনে যা আছে তা খোলাখুলি বলে দিন। কেউ বলে দিন যে তিনি যদি আপনার সঙ্গে সম্পর্কে সিরিয়াস না হন তাহলে এই সম্পর্ক না রাখা অনেক ভালো।