খবরজীবনযাত্রাসর্বশেষ

দাড়ি কে সুন্দর এবং মেয়েদের কাছে সেক্সি করার গোপন ফর্মুলা – Lifestyle Tips Bangla

নারী অথবা পুরুষ, সকলেই নিজেকে সুন্দর করে গড়ে তুলতে চান। ফ্যাশন থেকে সাজসজ্জা, সর্বত্র এখন মেয়েদের পাশাপাশি তাল মিলিয়ে ছেলেরাও। জিম করে নিজেকে আরও বেশি সুন্দর করে গড়ে তুলতে চাইছে সকলে। নিজেকে হট লুক দিতে জেন্টস পার্লারে ভিড় জমাচ্ছেন তারাও।তবে বর্তমানে ছেলেদের মেয়েদের মত লম্বা চুল এবং লম্বা দাড়ি রাখা রীতিমতো ট্রেন্ডের মধ্যে পড়ে। (365 Reporter Lifestyle Tips in Bengali : How to make your beard nice so that woman finds it attractive)

শুধুমাত্র দাড়ি নয়, দাড়ির পাশাপাশি লম্বা গোঁফ রাখা ও এখন রয়েছে ফ্যাশন ট্রেন্ডের মধ্যে। সম্প্রতি আমেরিকার সমীক্ষা অনুযায়ী, যে পুরুষেরা গাল ভর্তি দাড়ি রাখেন তাদের প্রতি বেশি আকৃষ্ট হন মেয়েরা। তবে গাল ভর্তি দাড়ি রাখলেই তো চলবে না, তার পাশাপাশি নিজের স্মার্ট চেহারাটা কেও ধরে রাখার জন্য নিতে হবে দাড়ির যত্ন। (kivabe dari ke sundor ebong sexy kore tulben meye der kache)

আপনিও যদি ইচ্ছা পোষণ করেন বড় দাড়ি রাখার,অথবা আপনার যদি ইচ্ছা থাকে গাল ভর্তি দাড়ি রাখার, তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কি করে আপনি আপনার দাড়ির যত্ন করবেন। এই টিপসগুলো অনুসরণ করতে পারেন তাহলে সহজেই পেতে পারেন সুস্বাস্থ্য নরম এবং দুর্দান্ত দাড়ি।

ধৈর্য ধরুন : কোন ভালো জিনিস পাবার জন্য অবশ্যই আপনাকে ধরতে হবে ধৈর্য। দাড়ি কে সঠিক শেপে নিয়ে আসার জন্য আপনার দরকার নিজস্ব প্রচেষ্টা এবং ধৈর্য। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তবে কখনো কারোর কয়েক সপ্তাহ কখনো বা কারোর কয়েক মাসে সম্পন্ন হয়ে যায় এই প্রক্রিয়া।
সুস্বাস্থ্য দাড়ি পেতে গেলে প্রতিদিন ব্যায়াম করতে হবে আপনাকে, পাশাপাশি সকালে তাড়াতাড়ি উঠে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সর্বোপরি আলকোহল থেকে দূরে থাকতে হবে।

ডায়েট মেনে চলুন : সুস্বাস্থ্য দাড়ি রাখার জন্য আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। ভিটামিন এবং প্রোটিন যুক্ত খাবার যেমন, বাদাম, ডিম, মাংস, সবুজ শাকসবজি এবং দুধ অবশ্যই এখন আপনার খাদ্য তালিকায়।

নিয়মিত চিরুনি দিন : চুলের মত রোজ দাঁড়িও আঁচড়াতে হয়। জট আপনার দাড়ি কে সঠিক শেপ দিতে পারেনা। দাড়ি পরিষ্কার রাখার জন্য আপনি ব্যবহার করতে পারেন ছোট বৃষেলের চিরুনি।

পরিষ্কার রাখুন : নিয়মিত চুলের মতো দাড়ি কে পরিষ্কার রাখতে হবে। খুব বড় আকার যখন ধারণ করবে আপনার দাড়ি, তখন এটি আপনার স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর হয়ে ওঠে। অস্বাস্থ্যকর দাঁড়ি থেকে থেকে আপনার চুলগুলি সমস্যা দেখা দিতে পারে। গাড়ি ধোয়ার জন্য প্রাকৃতিক উপাদান গুলির সাথে হালকা সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন আপনি।

কন্ডিশনিং করুন : মাথার চুলের মতো দাড়ি কে নরম করার জন্য শ্যাম্পু করার পর আপনাকে করতে হবে কন্ডিশনিং।কন্ডিশনার ব্যবহার করে কয়েক মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন। হালকা তোয়ালে ব্যবহার করুন দাড়ি শুকানোর জন্য। গায়ে ব্যবহার করে সাবান দিয়ে কখনো দাড়ি পরিষ্কার করবেন না।উন্নত মানের টক্সিন ফ্রি শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন দাড়ি পরিষ্কার করার জন্য।

মশ্চারাইজার ক্রীম ব্যবহার করুন : দাড়ি সুন্দর রাখার জন্য ব্যবহার করতে হবে মশ্চারাইজার। বাজার চলতি অনেক পণ্য আছে যেগুলি দাড়িকে মশ্চারাইজার করার পাশাপাশি আপনার ত্বককে আদ্র রাখে। দাড়ি এবং ত্বককে নরম করার জন্য ব্যবহার করতে পারেন নারকোল তেল, বেবি অয়েল, এক্সট্রা ভার্জিন অয়েল।

অ্যালোভেরা জেল : অ্যালোভেরা হলো এনজাইমের অন্যতম উৎস। ত্বকে জমে থাকা মৃত কোষ গুলোকে দূর করে দাড়িকে গোড়া থেকে সুস্থ রাখতে সাহায্য করে আলমিরা। রোজ আলেবেরা ব্যবহার করলে আপনার দাড়িতে আসবে এক্সট্রা সাইন।

সময়মতো ট্রিম করুন : সময়মতো ট্রিম না করলে আপনার দাড়ির ক্ষতি হতে পারে। সঠিক ট্রিমারের সাহায্য নিন দাড়ি কাটার জন্য। ট্রিম করলে আপনার দাড়ির ঘনত্ব বৃদ্ধি পাবে। প্রতি দুই মাস অন্তর একবার দাড়ি ট্রিম করা প্রয়োজন।