২০০০ কিমি পেরিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে জেলের ভাত খেলো প্রেমিক
প্রেম জিনিসটার আজকাল আসল মানেটাই মানুষ খুঁজে পায়না। কোন সময় দু’পক্ষেরই প্রেম থাকে ভরপুর আবার কোন সময় থাকে এক দিকের প্রেম সুতরাং সমস্ত প্রেমগুলো শেষমেষ সফলতা পায় সেটা বলা ভুল, কারণ কিছু কিছু প্রেম সবসময় থেকে যায় একটা গল্প হয়ে। (Lucknow News : Smporko e golmal : Premik honest but premika subidhabadi : Premik boyfriend crosses 2000 km to surprise his premika girlfriend but they send him in one day jail)
এরকমই একটি প্রেমের গল্প শোনা গেল। একুশ বছরের একটি ছেলে তিনি প্রেম করতেন লখনৌর একটি মেয়ের সঙ্গে। দূরত্ব বেশি হওয়ার জন্য তাদের প্রেম এবং ভালোবাসার সমস্ত কিছুই ছিল ফোন মেসেজ এর মধ্যেই সীমাবদ্ধ। একুশ বছরের সেই ছেলেটি তার প্রেমিকাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল এবং যার জন্যই সে দু হাজার কিমি পথ অতিক্রম করে ব্যাঙ্গালোর থেকে পৌঁছে গিয়েছিলো লখনৌতে, কিন্তু সেখানে তার প্রেমিকার সঙ্গে দেখা করে জন্মদিন পালন করার বদলে জুটলো, থানায় একটি রাত এবং সাথে মেয়েটির পরিবারের থেকে চড়। (asamapto premer golpo)
সুতরাং বোঝাই যাচ্ছে কতটা ভয়ংকর দিন ছিল সেই ছেলেটির পক্ষে। ছেলেটি পুলিশদের কাছে তার প্রেমের গল্পটি শোনালো, সত্যিই আজব প্রেমের গল্প। ছেলেটি জানায় যে তার সঙ্গে এবং ওই মেয়েটির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সম্পর্ক হয়। শুধুমাত্র ভিডিও কল এবং ফোন হতো।
সে যখন ওই মেয়েটির বাড়িতে পৌঁছায় মেয়েটির জন্মদিনের সারপ্রাইজ দেবে বলে, হঠাৎই কলিং বেল বাজানোর পরেই দরজায় চলে আসে মেয়েটির গোটা পরিবার। সে যখন বলে তার মেয়ের সাথে সম্পর্কর কথা তার কপালে জুটে ছিল একটি চড় এবং তার সঙ্গে মেয়েটিও তাকে চিনি না বলেই জানায় পরিবারকে।
এরপর ছেলেটিকে নিয়ে মেয়েটির পরিবার পুলিশের কাছে নিয়ে যায়। যদিও ছেলেটির নামে কোন রকম এফআইআর দায়ের করেনি মেয়েটির পরিবার। তবে সম্পূর্ণ একটি রাত তাকে পুলিশ থানায় কাটাতে হয়েছিল এবং এটাই তার জীবনের সব থেকে বড় জঘন্য রাত ছিল বলে জানিয়েছে। পুলিশকে সে জানায় যে সারপ্রাইজ দিতে গিয়ে যে নিজেই এরকম সারপ্রাইজ পেয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারেনি।