খবরজীবনযাত্রাসর্বশেষ

আপনার প্রেমিক যেকোনো সময় রেগে যায়, তাহলে তাকে কিভাবে বশ করবেন ?

সংসারে থাকতে গেলে মনোমালিন্য লেগেই থাকে। মান অভিমান নিয়ে একটি সংসার গড়ে ওঠে। কোন ব্যক্তি যদি বলেন যে আমি সারা জীবনে আমার সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে কখনো ঝগড়া করিনি, তা হবে নিছকই রসিকতা। (365 Reporter Bangla Relationship TIps : If your boyfriend is angry most of the time then what to do)

প্রতিটি সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব থাকা খুবই জরুরী। ঝগড়া যত বাড়বে, সম্পর্কে ভালোবাসা যতই গভীর হবে। ভালোবাসা থাকলে তবেই তো একে অপরের ওপর অধিকার জন্মায়। কোন সম্পর্কে কোন মানুষ একেবারে পারফেক্ট হয় না। কিন্তু একে অপরের খারাপ দিক কে মেনে নিয়ে চলার নামই জীবন। তাই মতবিরোধ হয়, কিন্তু তারপর আবার মানিয়ে নেওয়ার নামই হলো সংসার।

কিন্তু যে সমস্ত সম্পর্কে সামান্য কথাতেই অশান্তি লেগে যায় সেইসব সম্পর্ক খুব একটা সুখের হয় না। অনেকেই আছেন যারা কথায় কথায় রেগে যান, দিনের বেশিরভাগ সময় চিৎকার এবং ঝামেলাতে লিপ্ত থাকেন, সেই সমস্ত সম্পর্কে কোন সম্মান থাকে না। (Apnar premik kothay kothay rege gele ki korben)

তবে গবেষণায় দেখা যাচ্ছে, একটি মেয়ের তুলনায় একটি ছেলে অনেক বেশি বদমেজাজি হয়। অনেক ছেলেরা আছে যারা কথায় কথায় রেগে যায়। তার সঙ্গিনীর প্রত্যেকটি পদক্ষেপ তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। কিন্তু যখন তার সঙ্গিনী আত্ম সম্মান রক্ষার জন্য তাঁর সব কথা মেনে নিতে নারাজ হয়, তখন তাদের মধ্যে অশান্তি দেখা যায়। (onek purush tader sangini ke bosh kore rakhte chan)

ভালোবাসার সব সম্পর্কের মধ্যেই থাকে, কিন্তু ভালোবাসা থাকলে নিজেকে বিকিয়ে দেওয়া একেবারেই উচিত নয়। প্রতিটি সম্পর্কের মধ্যে একটা মিনিমাম স্পেস থাকা খুব দরকার। কিন্তু যদি আপনি আপনার সম্পর্কে সেই সমস্ত সুযোগ সুবিধা না পান তাহলে অবশ্যই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। তবে তার আগে জেনে নিন কিছু পরামর্শ।

আপনার প্রেমিক যদি কথায় কথায় রেগে যান, তাহলে ভুল করেও সেই ব্যক্তির সঙ্গে ঝগড়ায় যাবেন না। অনেকেই রাগ হলে নিজেকে সামলাতে পারেন না, এমন কিছু কথা বলবেন যা পরবর্তীকালে আফসোস করে ফেরত পাওয়া যায় না। তাই এই সমস্ত ব্যক্তির সঙ্গে থাকার জন্য আপনাকে মানসিকভাবে ঠান্ডা থাকতে হবে। আপনার সঙ্গী যখন রাগ করবে, তখন তার কথায় পাত্তা দিবেন না। যদিও বারবার এড়িয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু তবু চেষ্টা করুন যাতে এড়িয়ে যাওয়া যায়।

প্রতিটি সম্পর্কের মধ্যে অধিকারবোধ থাকে। দুজন মানুষ একে অপরের প্রতি অধিকারবোধ একটি সম্পর্ককে সুন্দর করে তোলে। কিন্তু সেই অধিকারবোধ যখন বিরক্তির কারণ হয়ে ওঠে তখন সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই যদি আপনি দেখেন যে আপনার সঙ্গী আপনার উপর জোর খাটাতে চাইছে, তাহলে অবিলম্বে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান।

বেশিরভাগ ক্ষেত্রে এখনকার মেয়েরা কর্মজীবী হয়। প্রেমিক এবং প্রেমিকা উভয়েই আয় করে। দুজনেরই অর্থনৈতিক স্বাধীনতা থাকে। অনেক সময় আমরা দেখেছি যে মেয়েরা ছেলেদের থেকে উচ্চ পদে চাকরি করে। বেশিরভাগ ছেলেরা এই জিনিসটা মন থেকে মেনে নিতে পারে না। প্রথমে মুখে কিছু না বললেও হাবে ভাবে সম্পূর্ণ ভাবে বুঝিয়ে দেয় যে সে কিছুতেই এই জিনিসটা পছন্দ করছে না। তাই যদি আপনার কাজ নিয়ে যদি আপনার সঙ্গী খুশি না থাকে, এবং আপনাকে উপযুক্ত সন্মান না দিতে পারে, তাহলে অবিলম্বে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান। (If your boyfriend does not show enough respect to you, you may consider break up. apnar sangi upojukto somman na dile somporko theke berie jaan)

if your boyfriend is angry most of the time then what to do
আপনার প্রেমিক যেকোনো সময় রেগে যায়, তাহলে তাকে কিভাবে বশ করবেন ? (প্রতীকী ছবি : ক্রেডিট – Zaki Love official Youtube Channel)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।