দেশভাইরালসর্বশেষ

উত্তরপ্রদেশের নির্যাতিতার মৃত্যুতে পুলিশের উপর সন্দেহ ! সাসপেন্ড পুলিশ সুপারসহ ৫ অফিসার

হাথরাসের ঘটনা সারা দেশজুড়ে বিপুল আলোড়নের সৃষ্টি করেছে তার সাথে উঠেছে বিক্ষোভের ঝড়। অবশেষে সাসপেন্ড করা হল পুলিশ সুপার এবং ৫ অধিকারীকে। হাথরাসে যে তরুণীটির মৃত্যু হয়েছিল গণধর্ষণ এবং মর্মান্তিক অত্যাচারের ফলে সেই ঘটনাকে কেন্দ্র করে সাসপেন্ড করা হলো পাঁচজন আধিকারিক সহ পুলিশ সুপার কে (Hathras, Uttar Pradesh Rape case: Five police officers suspended due to death of tortured girl in UP)।

উমা ভারতী বলেছেন হাথরাসের ঘটনাটিকে কেন্দ্র করে উত্তর প্রদেশে পুলিশের নানারূপ সন্দেহজনক পদক্ষেপ নিতে দেখা যায় ফলে এই বিষয়টি ভাবতে বাধ্য করেছে যোগী সরকার কে (Yogi Adityanath govt )।

জানা গেছে গণধর্ষিতা এই তরুণীর মৃতদেহ তাদের পরিবারের অনুমতি ছাড়াই মাঝরাতে জ্বালিয়ে দেওয়া হয় এইরূপ অভিযোগ উঠেছে অভিযুক্ত পুলিশ কর্মীদের উপর।

uma Bharti and Yogi Adityanath
উমা ভারতী এবং যোগী আদিত্যনাথ (ফটো ক্রেডিটঃ গুগল)

ইতিমধ্যেই এই ঘটনার পর যোগী সরকার এদিকে একাধিক আঙ্গুল উঠতে দেখা গেছে। এর সাথে এসেছে পদত্যাগ করার দাবিও কিন্তু ইতিমধ্যেই যোগী সরকারের নেওয়া এই পদক্ষেপটি কে মানুষ বিপুলভাবে সমর্থন করছেন।

পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলের গ্রাম থেকে সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল বলে দেখা গেছে। কোন সংসদের সদস্য বা কোন সংবাদমাধ্যমকে যেতে দেওয়া হচ্ছিল না মৃতের পরিবারের কাছে। পুলিশ কর্তাদের এইরূপ ব্যবহার অত্যন্ত সন্দেহজনক বলে মনে করেছিলেন উমা ভারতী। এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে ট্যাগ করে টুইটারে উমা ভারতী আবেদন করেছিলেন যাতে যেকোনো সংবাদমাধ্যম এবং মানুষকে ধর্ষিতার পরিবারের সাথে দেখা করা র অনুমতি প্রদান করা হয়।

এমনিতেও ঘটনাটি ঘটার প্রথম দিক থেকেই বিরোধীরা যোগী সরকারের প্রতি আঙ্গুল তুলেছিলেন। কিন্তু ইতিমধ্যে পুলিশদের এইরূপ কাণ্ডকারখানা দেখে যেভাবে সরব হলেন যোগী সরকারের দলনেত্রী (BJP leader Uma Bharti) সেটাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই হাথরাসের ঘটনাটিকে ঘিরে বিজেপির যথেষ্ট মানহানি হয়েছে বলে জানিয়েছিলেন দলেরই একাধিক সদস্য।

একদিকে যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাতরাসের ঘটনাটিকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হতে দেখা গেছে তেমনি অপর দিকে ওইদিনই ট্যুইটারের মাধ্যমে যোগী আদিত্যনাথ জানিয়েছেন উত্তরপ্রদেশের মা-বোনেদের সম্মান যারা নষ্ট করতে চাইবে তারা কেউ বাচতে পারবেনা শাস্তির হাত থেকে (Delhi CM Arvind Kejriwal)।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।