ভুল করে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া টাকা ফেরত পাবেন কি করে? জেনে নিন
বর্তমান করোনা পরিস্থিতি জেরে অনলাইন পেমেন্টের পরিমান নজিরবিহীনভাবে বেড়ে গেছে। অনেক সময় তাড়াহুড়োয় অনলাইনে পেমেন্ট করতে গিয়ে ভুল করে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবার কথা সেখানে না পাঠিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এর ফলে চিন্তা সৃষ্টি হয় যে ট্রান্সফার হয়ে যাবার টাকা কি করে ফেরত পাওয়া যায়। টাকা ফেরত পাওয়ার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে।
প্রথমত এরকম কোন ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাঙ্ক প্রয়োজনে খতিয়ে দেখবে সত্যিই ভুল করে টাকা ট্রান্সফার হয়েছে নাকি বেআইনিভাবে তা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। তদন্ত শেষেই ব্যাঙ্কের তরফে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয় (If your money transfers mistakenly to others bank account, how to get back)। সেগুলি হল-
★ প্রথম এরকম ঘটনা ঘটলে প্রথমেই এটিএম কার্ড নাম্বার এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করতে হবে।
★ এরপর পুলিশে অভিযোগ করে এফআইআর একটি কপি ব্যাঙ্কে জমা দিতে হয়।
★ খোয়া যাওয়া টাকার বিষয় ব্যাঙ্ক এফআইআর-এর ভিত্তিতে তদন্ত করে দেখবে এবং এই বিষয়ে যদি কোন জালিয়াতের শিকার হয় তাহলে ব্যাঙ্ক পুরো টাকা ফেরত দেবে।
★ যদি ভুল করে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায় তাহলে আগে ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিন এবং দেখুন কার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।
★ যে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। সেই ব্যক্তির ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে।
★ ভুল করে টাকা জমা দিয়েছেন প্রমাণ করতে পারলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
★ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তির সম্মতি ছাড়া অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হলে তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাঙ্কে জানানো প্রয়োজন।
★ উপরিউক্ত পদক্ষেপগুলি মেনে চললে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত দেবে।