বিনোদনভাইরালসর্বশেষ

মুক্তির পথে জাহ্নবীর “দ‍্য কার্গিল গার্ল”, সাড়া ফেলেছে সিনেদুনিয়ায়

এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপূর (Janhvi Kapoor) অভিনীত “গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল”(Gunjan Saxena: The Kargil Girl)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার তা ইতিমধ্যে সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মধ‍্যে।

ছবির শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজেই জানালেন অভিনেত্রী জাহ্নবী কাপূর। “গুঞ্জন সাক্সেনা: কার্গিল গার্ল” ছবিটির পরিচালক শরণ শর্মা। পরিচালক হিসেবে এটি তার সর্বপ্রথম কাজ। তিনি জানান, তিনি গুঞ্জন সাক্সেনার কাহিনী পড়েছিলেন। এই নিয়ে ছবিও করার আগ্রহ ছিল তার। করণ জোহারের সঙ্গে কথা বলার পর তিনি ছবি তৈরি করার অনুমতি পান। তিনি সেই সময় ছবির অভিনেত্রী নিয়ে ধন্দে পড়েন। সেই সময়ই জাহ্নবীর প্রথম ছবি “ধড়ক” দেখেই শরণ শর্মা জাহ্নবীকে অভিনেত্রী হিসেবে নির্বাচন করেন।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী জানান, যে গুঞ্জন সাক্সেনার চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই প্রসঙ্গে তার বাবা বনি কাপূরের ভূমিকা অনেকটা। বনি কাপূরও এই চরিত্রটি পছন্দ করেছিলেন। অভিনেত্রী জানান, তার বাবা অনুমতি না দিলেও তিনি এই চরিত্রটি করতেন কারণ এর মাধ্যমে বহু মহিলা অনুপ্রাণিত হবেন।

জাহ্নবী আরও জানান, এই ছবিতে তার অনস্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। তার সঙ্গে রান্নাঘরে একটি দৃশ্য রয়েছে। অভিনেত্রী জানান রান্নার বিষয়ে তিনি সেরকম কিছু জানেন না। তবে এই লকডাউন পরিস্থিতিতে রান্নাঘরের অনেক কিছু বিষয় জেনেছেন। তিনি মশলা চিনতে পারেন না, কিন্তু বাবা বনি কাপূর যেহেতু ঝাল পছন্দ করেন তাই তিনি গোলমরিচ খুব ভালো চেনেন বলে জানান।

ছবিতে ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা (Lieutenant Gunjan Saxena)-র কাহিনী বর্ণিত হয়েছে। তিনি তার বীরত্ব ও সাহসিকতার জন্য সৌর্য চক্র পেয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। তিনি “কার্গিল গার্ল” নামে পরিচিত। কার্গিলের যুদ্ধক্ষেত্রে দুর্গম এলাকায় আটকে পড়া ভারতীয় সৈনিকদের নিজেদের ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল গুঞ্জনকে। এবং সেই সঙ্গে শত্রুর গতিবিধি লক্ষ্য রাখা এবং সেই সমস্ত তথ্য ভারতীয় সেনার কাছে পৌঁছে দেওয়াও ছিল তার দায়িত্ব।

ভারতীয় সেনাবাহিনীর দেওয়া সেই দায়িত্ব তিনি অসম্ভব বীরত্ব, সাহস এবং অসাধারণ প্রশিক্ষণের দৌলতে সফলভাবে করেছিলেন। ভারতীয় মহিলা হিসেবে গুঞ্জনকে স্বীকৃতি‌র উদ্দেশ্যে “গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল” সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ১২ আগস্ট, স্বাধীনতা দিবসের আগে (Before 15th August, The Independence Day) নেটফ্লিক্সে মুক্তি পাবে “গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল”, সেই নিয়ে উচ্ছ্বসিত ভারতের সিনেদুনিয়া।