গেরুয়া ধারণ করলেন কমল নাথ, করতে চলেছেন হনুমান চালিশা পাঠ

আপনারা প্রত্যেকেই হয়তো জেনে গেছেন যে আগামী বুধবার একটা বিশেষ দিন। কারণ এই দিনেই অযোধ্যায় রাম মন্দিরের জন্য ভূমি পুজো করা হবে। তাই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ গেরুয়াধারন করলেন। প্রকৃতপক্ষে কমল নাথ একজন কংগ্রেস নেতা। তিনি তার ট্যুইটার অ্যাকাউন্টে নতুন ছবি দিয়েছেন। আর এই ছবিতে তাকে গেরুয়া পরিধান করতে দেখা গেছে। তাছাড়া তিনি তার প্রোফাইল ছবি ও নতুন দিলেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ সর্বদাই মধ্যপ্রদেশের উন্নতির চিন্তাভাবনা করে থাকেন। তার প্রমান আবারো আজকে পাওয়া গেল। তিনি মধ্যপ্রদেশের উন্নতি কামনায় আজকে হনুমান চালিশা পাঠ করছেন। তুমি এই ব্যাপারে একটি ট্যুইট বার্তা দিয়েছেন।

তিনি ট্যুইটে লিখেছেন,” প্রিয় রাজ্যের জনগণ, আমি আপনাদের প্রত্যেকের উন্নতি এবং সাফল্য কামনার্থে আগামীকাল সকাল 11 টার থেকে হনুমান চালিশা পাঠ করা শুরু করব। আরবে প্রত্যেকের কাছে একটা আবেদন রাখছি। আবেদনটি হলো যে, আপনার প্রত্যেকে প্রত্যেকের বাড়ির পাশের মন্দিরে প্রভু হনুমানের পূজা সম্পন্ন করুন। আর মনে মনে মধ্যপ্রদেশের সামগ্রিক উন্নতির জন্য প্রার্থনা করুন। রাম লক্ষণ জয় কি, জয় বল হনুমান কি।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে কমল নাথ অযোধ্যা রাম মন্দির তৈরি কে স্বাগত জানিয়েছেন। তিনি এই ব্যাপারে দলের প্রভাব কে না নিয়ে গুরুত্বপূর্ণ কথা। তার মতে, দেশের প্রতিটি জনগণ কয়েকশো বছর ব্যাপী এই দিনটির জন্য প্রহর গুনছিল। রাম মন্দিরের নির্মাণকার্য প্রত্যেকটি ভারতবাসীর মতের অনুকূলে হচ্ছে। আর এরকম শুধুমাত্র ভারতেই হবে।”