সর্বশেষসাহিত্য - গল্প, কবিতা, ছড়া

খোলা চিঠি – স্বাতী দাস ব্যানার্জি । Khola Chithi – Swati Das Banerjee

আজকে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট্ট একটি চিঠি লেখার ইচ্ছা হল। ইচ্ছা হলো সকলের সামনে আরো একবার নিজেকে উন্মোচন করতে।
প্রিয় বাবা,
আজ নয় নয় করে, নয় বছর হল তুমি চলে গেছো। কিছু কথা এত বছরে তোমাকে বলার ছিল। যেদিন তুমি চলে গেলে সে দিন, আমি কিন্তু হাত পা ছড়িয়ে কাদিনি। একটাই কথা মাথায় এলো, এইবার শুরু হলো,এক জীবন যুদ্ধ, যা একাই শেষ করতে হবে। (Khola Chithi – Swati Das Banerjee – Ekti Meyer jiboner shotto ghotona diary)

তোমার মৃত্যুতে জীবনের অনেক আঙ্গিক আমার কাছে স্পষ্ট হয়ে গেল। যারা নাকি তোমাকে ভালবাসত, তাদের কাছে তুমি কতখানি ভালোবাসার পাত্র ছিল বুঝতে পারলাম, নিমিষে তুমি তাদের কাছে একটি বডি হয়ে গেলে, আর আমার কাছে তারা হয়ে গেল নেহাতই একজন পরিচিত মানুষ।
মনে আছে রিকু কে বলতে, তুই পারবি, তোরা পড়াশোনা করে রোজগার করতে পারবি। তোরা কত ভালো ছাত্র পড়াস। আমার মেয়ে কিছুই পারবে না। আজকে কি পেরেছি আর কি পারিনি, যদি দেখতে তাহলে হয়তো একবারও নিজের সেই দিনের কথার জন্য লজ্জা পেতে।

তুমি বলেছিলে, জীবনে চলার পথে নাটক করতে হয়। তখন কথাটা সারমর্ম না বুঝলেও আজকে খুব ভালো অভিনেত্রী হয়ে গেছি। সকলের সাথে খুব ভালোভাবে কথা বলি, এটা জেনেও তারা আমাকে কতখানি ঘৃণা করে। সকলের সাথে দুরত্ব বজায় রেখে চলি। ভালোবাসার কাঙাল আজও আমি, তবে ঠিক কোথায় কাঙালিপনা করতে হয়, আর কোথায় সরে আসতে হয়, এটা কিন্তু বেশ বুঝে গেছি।
তবে একটা জিনিস কখনোই তোমার মতো হতে চাই না, তোমার মত উদার তোমার মতো ভালো মনের মানুষ, কোন ইচ্ছে নেই হবার আমার। সকলের কাছে তোমার ভালো হতে গিয়ে কোথাও যেন আমার জীবনটা শেষ হয়ে গিয়েছিল। জানো তো, আমার কলসি তাই দিনের শেষে ফাঁকা, যার পুরো দোষ আমি তোমাকে দিতে চাই।

হ্যাঁ আজকে আমি সত্যি কারের মানুষ, থুরি সত্তিকারের অমানুষ হতে পেরেছি। নিজেকে সকলের কাছে বিলিয়ে দেবার আগে চিন্তা করি। স্বার্থপর হতে পেরেছি এই স্বার্থপর দুনিয়ার কাছে। সত্তিকারের একটি খারাপ মানুষ হতে পেরেছি। চোখ নাক কান বন্ধ করে থাকতে শিখেছি। শুধুমাত্র নিজের স্বামী সন্তানকে সবার আগে মূল্য দিতে শিখেছি। (আজ তোমরাও যদি সেটা দিতে,হয়তো আরো কিছু বছর তোমাদের বেশি পেতে পারতাম)।
যাইহোক, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, এই সব বস্তাপচা লাইন বলবো না। আমার স্থির বিশ্বাস, তুমি আমার বাড়িতে কোথাও আছো। থাকো, ভবিষ্যতে নিশ্চয়ই একসাথে কোথাও দেখা হবে।
ইতি,
তোমার মেয়ে

khola chithi swati das banerjee ek meyer jiboner golpo
খোলা চিঠি – স্বাতী দাস ব্যানার্জি । Khola Chithi – Swati Das Banerjee

———–প্রিয় পাঠকেরা, জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ? তা অবশ্যই আমাদের জানান। গল্পটি ভাল লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন। আপনিও আমাদেরকে গল্প কবিতা লিখে পাঠাতে পারেন। আমাদের ইমেইল আইডি : [email protected] অথবা আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আপনার গল্প, কবিতা। ৩৬৫ রিপোর্টার বাংলা ফেসবুক পেজ লিংক। (Khola Chithi -Swati Das Banerjee – ekti meyer jiboner diary. Bangla choto golpo porun.)