খবরজীবনযাত্রাসর্বশেষ

আসুন আজকে জেনে নিন, লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট 2020। Lakshmi Puja Schedule

আরো এক বছরের জন্য অপেক্ষা করিয়ে আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন মা দুর্গা শ্বশুরবাড়িতে। কিভাবে যে পুজোর কয়েকটা দিন কেটে যায় তা বোঝাই যায়না। চলতি বছরে জাঁকজমক একটু কম হলেও খুশির কোন খামতি ছিলনা বাঙালির মধ্যে।পুজো মণ্ডপে ভিড় না করলেও নিজের নিজের মত বাড়িতে সকলেই আনন্দ করেছেন পুজোর কটা দিন। কিন্তু একাদশীর দিন ফাঁকা মন্ডপ দেখলেই কেমন যেন বুকের ভেতরটা হু হু করে ওঠে। তবে কষ্ট পেলে চলবে না। মা শ্বশুর বাড়ি গিয়েই কিছুদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন তার মেয়ে লক্ষ্মী কে। (Maa Durga returns to Kailash. She will send Maa Lakshmi. Devi Lakshmi Puja 2020 Schedule, date)

আগামী শুক্রবার ৩০ শে অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজা। শারদীয়া দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পুজো হয়ে থাকে। বেশিরভাগ বাঙালি হিন্দু ঘরে এই পুজো হয়ে থাকে। যে বেদীতে মা দুর্গাকে আরাধনা করা হয়, সেখানেই প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর আরাধনা করতে হবে এমনটাই নিয়ম থাকে। আসুন আজকে জেনে নিন, এই বছরে লক্ষ্মী পুজো কখন শুরু হচ্ছে। কখন সমাপ্ত হবে পুজো। (Eso maa Lakshmi boso ghore, amar e ghore thako alo kore. Lakkhi pujo nirghanta 2020 in bengali- 30 October, Friday, 2020)

কোজাগরী লক্ষ্মী পূজার জন্য পূর্ণিমা তিথি জানা অত্যন্ত প্রয়োজনীয়। ২০২০ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর পূর্ণিমা ৩০ অক্টোবর ১৭:৪৪ মিনিট অর্থাৎ বিকেল ৫ টা ৪৪ মিনিটে শুরু হবে। আর পূর্ণিমা শেষ হবে ৩১ অক্টোবর ২০:১৮ মিনিট, বা সন্ধ্যে ৮ টা ৩১ মিনিটে। (Kojagari Lakshmi Puja)

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে– পূর্ণিমা তিথি আরম্ভ- বাংলা তারিখ: ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭, ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ৪৬ মিনিট। পূর্ণিমা তিথি শেষ- বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭, ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০।সময়: রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-পূর্ণিমা তিথি আরম্ভ- বাংলা তারিখ : ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড। পূর্ণিমা তিথি শেষ- বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০। সময়: রাত্রি ৭টা ২৭ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা- ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।

ma lakshmi puja 2020 schedule in bengali
আসুন আজকে জেনে নিন, লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট 2020। Lakshmi Puja Schedule

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।