কেন পুরুষদের সুন্দরী মেয়ে থেকে সাবধান থাকা উচিত ?
সিনেমা হোক অথবা সিরিয়াল, এমনকি বাস্তব জীবনেও সুন্দরী মহিলা দেখলে যে কোন পুরুষ মানুষ উত্তেজিত হয়ে পড়ে। সুন্দরী মেয়েরা যে যেকোন পুরুষের মন পাগল করে দিতে পারে তা আমরা সকলেই জানি। এমনকি বিভিন্ন পুরুষের এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে সুন্দরী নারী দেখলেই তাদের কামনার সৃষ্টি হয়ে যায়। তবে সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন যে,সুন্দরী মেয়েদের দেখলে ছেলেদের শুরু মনের ভেতরে নয় শরীরের মধ্যেও উথালপাতাল শুরু হয়ে যায়। যার প্রভাবে যে কোন পুরুষ মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। (365 Reporter Bangla Lifestyle Tips : why men should beware of beautiful girls ?)
তারা গবেষণা করে জানতে পেরেছেন যে, কখনো যদি কোন সুন্দরী মেয়েরা ছেলেদের সামনে কখনো চলে আসেন, তাহলে অনেক সময় এমন হয় যে ছেলেটা তাদের মস্তিষ্কের ভেতরে একটি মানসিক চাপ অনুভব করে। এই চাপ কোন কোন সময় এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।(After seeing a beautiful girl, a male feel pressure in their head and that can be a reason of heart attack of men)
প্রায় ৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষদের ওপর দীর্ঘ নয় বছর ধরে গবেষণা চালানোর পর গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন। তাদের দাবি অনুযায়ী,যখন কোন ছেলেরা কোন সুন্দরী মেয়েদের সান্নিধ্যে আসে তার 5 মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে কট্রিসল নামক এক প্রকার বিশেষ হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই হরমোন যখনমাত্রাতিরিক্ত নিঃসরণ হয় তখন ছেলেদের হৃদযন্ত্র ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। (Cortisol Hormone)
শুধু এটাই নয়,এই হরমোনের অতিরিক্ত নিঃসরণ এর ফলে ছেলেদের ডায়াবেটিস অথবা অন্য রকম স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি যদি কোন পুরুষ হন, এবং আপনি যদি এই আর্টিকেলটি এখন পড়েন, তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান এবং সুন্দরী মহিলা দেখলে তার থেকে একটু দূরত্ব বজায় রাখুন। নিজের শরীর যদি সুস্থ রাখতে পারেন তাহলে জীবনে এমন সুন্দরী অনেক দেখার সুযোগ পাবেন। (Keno purush der sundori meye theke sabdhan thaka uchit)