মনের মত বউ – স্বামী পেতে শিব পার্বতীর এই নিয়ম গুলো ফলো করুন – Love Tips Bangla
বিবাহ মানে দুটি আত্মার মিলন তা কিন্তু নয়, বিবাহ মানে দুটি পরিবারের দুটি সমাজের মিলন। বিবাহ মানে দুটি ভিন্ন প্রকৃতির মানুষ সারাজীবন একসাথে পথ চলার অঙ্গীকার করা। বিয়ের পরে নতুন জীবন শুরু করার আগে সকলেই কমবেশি অসুবিধে হতে পারে। তবে সেই সমস্ত অসুবিধা দূর করে নতুন দিশার দিকে আমাদের এগিয়ে চলতে হবে। আদর্শ বিবাহিত জীবনের কথা মনে করলে আমাদের রাম সীতা অথবা শিব পার্বতীর কথা মনে পড়ে। আপনিও যদি জীবনে সুখী দাম্পত্য পেতে চান তাহলে অবশ্যই এখনি আপনার উচিত শিব পার্বতী কে অনুসরণ করা। (To get a wife or husband as your wish follow these permer dhara of Shib Parbati)
অনন্ত ভালোবাসা : শিব এবং পার্বতীর মধ্যে ভালবাসার গভীরতা আমাদের পক্ষে মাপা সম্ভব নয়। পার্বতী একজন রাজকন্যা হয়েও শিবের মতো একজন বৈরাগ্যের প্রেমে পড়ে যান তিনি। তবে একে অপরের প্রতি অগাধ ভালবাসা ছিল তাদের। একদিকে যেমন স্বামীর অপমান সহ্য না করতে পেরে যজ্ঞের জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়েন পার্বতী, তেমনি এই ঘটনায় শিব কিভাবে তান্ডব নৃত্য করেছিলেন তা আমরা সকলেই জানি। (Moner moto swami ba bou pete Shiv Prvatir ei premer riti onusoron korun)
সঠিক রীতি মেনে বিবাহ : শিব ব্রম্ভান্ডের কর্তা হবার পরেও গান্ধর্ব মতে বিয়ে করেননি মাতা পার্বতী কে। যে রীতির প্রচলন ছিল তখন সেই রীতি অনুসরণ করে তারা বিবাহ করেছেন। সকলের সম্মতি পাবার পর তবেই তারা সম্পূর্ণ রীতি মেনে ছিলেন।
দাম্পত্যজীবনে আস্থা : মাতা পার্বতী শুধুমাত্র শিব কে পাবার জন্য প্রত্যেকটি জন্মে তপস্যা করেছেন। অন্যদিকে মহেশ্বর কেবলমাত্র দেবী পার্বতী কে নিজের সমস্ত জীবন সঁপে দিয়েছিলেন।
একে অপরের জন্য বাঁচা : শিব এবং পার্বতীকে অর্ধনারীশ্বর বলা হয়। তারা দুজনেই অলৌকিক শক্তির অধিকারী হলেও সবকিছু একে অপরের কাছে বর্ণনা করতেন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতেন তারা একে অপরকে।
প্রতিটি জন্মের সঙ্গী : সতির মারা যাবার পর বহু জন্ম অপেক্ষা করেছিলেন শিব, আবার যখন মাতা পার্বতী জন্মগ্রহণ করেছিলেন, তখন আবারো তাদের মিলন হয়েছিল। তবে শিবকে পাবার জন্য মাতা পার্বতী কে দিতে হয়েছিল কঠিন পরীক্ষা।
ভালোবাসার পাশাপাশি সম্মান : বৈবাহিক জীবনে একে অপরের প্রতি সম্মান থাকা খুবই দরকার। ভগবান শিব পার্বতী কে সম্মান করতেন সর্বদা, অন্যদিকে পার্বতী শিবের মান সম্মানের জন্য নিজের জীবন দিতে পারতেন।
সন্তানের আদর্শ পিতা মাতা : আদর্শ পরিবার কেমন হওয়া উচিত তা ভগবান শিব এবং মাতা পার্বতী আমাদের দেখিয়েছেন। স্বামী এরমধ্যে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা সন্তানদের ওপর সু প্রভাব ফেলে
গৃহস্থ জীবনের সাথে সংযুক্ত : শিব ছিলেন একজন তপস্বী এবং মন ভোলা। কিন্তু মাতা পার্বতী তার কঠিন হস্তে জীবনকে বেঁধে রেখে ছিলেন। তাই তাদের বৈবাহিক জীবন সর্বদা সুখী ছিল।