কিভাবে যৌন ক্ষমতা ১০ গুণ বৃদ্ধি করবেন ? – Sex Tips Bangla
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আজকের এই পোস্টটি স্বাস্থ্যবিষয়ক। আজকে আমি বলতে চলেছি কি প্রকারে আপনি আপনার যৌন ক্ষমতা কে 10 গুন বৃদ্ধি করবেন। এটি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটি একটি শিক্ষনীয় পোস্ট।তো চলুন জেনে নেই ব্যাপারটি। ( Eat it for a few days and see the magic)
আমাদের রান্নাঘরে মসলার তালিকায় প্রত্যেকের বাড়িতেই কালোজিরা থাকে। প্রায় প্রতিটি প্রত্যেক রকম তরকারি থেকে শুরু করে অম্বল জাতীয় পদেও এই বিশেষ প্রকারের মসলা ব্যবহার করা হয়। কিন্তু আপনি জানেন কি এই কালোজিরা আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। তো এর আগে আসুন কালোজিরার মধ্যে কি কি উপাদান আছে সেগুলো জেনে নেই। (Kalo Jira kheye jouno khomota briddhir upa)
কালোজিরার উপাদানসমূহ :
১. ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট ছাড়াও জীবানু নাশ করে এরকম অনেকগুলো উপাদান রয়েছে কালোজিরা তে।
২. এছাড়াও কালোজিরাতে ক্যান্সার প্রতিরোধ করে এরকম উপাদান ও শক্তিশালী হরমোন রয়েছে।
৩. তাছাড়া প্রস্রাব সংক্রান্ত রোগ প্রতিরোধকারী বিভিন্ন উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান ও রোগের অম্ল প্রতিষেধক।
এবার চলে আসি মেন পয়েন্টে। যেসকল পুরুষ বা নারী যৌন দূর্বলতায় ভুগছেন তাদের জন্য কালোজিরা অতি অবশ্যই দরকারি। তবে এর জন্য আপনাকে একটি বিশেষ প্রকারের মিশ্রণ প্রস্তুত করতে হবে। কালোজিরা ও অলিভ অয়েল, 50 গ্রাম হেলেঞ্চার রস ও 200 গ্রাম খাঁটি মধু একসাথে মিশ্রিত করুন। এরপর সকালে জল খাবার বা ব্রেকফাস্ট এর পর এক চামচ করে খান। কয়েকদিন খেলেই আপনি হাতেনাতে এর উপকার পাবেন। পুরুষদের ক্ষেত্রে অশ্বের ন্যায় যৌন ক্ষমতা হবে আর মহিলারা ঘোটকীর মতো যৌন ক্ষমতার অধিকারিণী হবেন।
হাই বন্ধুরা, প্রতিদিনের গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।