সরস্বতী পুজোর সময়, কাদের কাদের রয়েছে প্রেমের যোগ, কাদের করতে হবে অপেক্ষা
গতকাল পালিত হল ভ্যালেন্টাইন ডে। আবার আগামীকাল পালন হতে চলেছে বাঙালির ভ্যালেন্টাইন ডে অর্থাৎ সরস্বতী পুজো। সরস্বতী পূজা মানেই যুবক-যুবতীদের কাছে একটি বিশেষ দিন। সরস্বতী পুজো মানেই ছোটবেলার কথা মনে পড়ে যাওয়া। সরস্বতী পুজো মানেই বন্ধুদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। স্কুল এবং কলেজের সেই কথা সারাজীবন মনে থেকে যায় আমাদের। (This rashi people will find love in Saraswati Puja 2021)
তবে জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী আজ আমরা জেনে নেব, সরস্বতী পুজোর দিন কোন কোন রাশির প্রেমের দিক আরো শক্ত হতে চলেছে। আপনিও যদি এই রাশির মধ্যে থাকেন তাহলে দেরি না করে আগামীকাল বলে দেবেন আপনার মনের কথা। (EI rahir jatak jatika ra Saraswati pujo te valobasha paben, r eder ke opekkha korte hobe)
মেষ, সিংহ এবং ধনু এই তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। প্রেমের পাশাপাশি যারা বিয়ের আশা একেবারেই ছেড়ে দিয়েছেন, তাদের জীবনেও আসতে চলেছে নতুন সঙ্গী অথবা সংগীনি।
বৃষ রাশি,কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এই তিনটি রাশির জাতক-জাতিকাদের প্রেমের বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকতে পারে আপনাদের মধ্যে। তাই মরীচিকা তে সাড়া না দিয়ে অবশ্যই এখনই সংসারে মন দিন।
এই ৬ টি রাশি ছাড়া বাকি রাশির জাতক-জাতিকাদের প্রেমে জীবনে সে রকম উত্থান-পতন নেই।নতুন প্রেমের যোগ থাকলেও এখনও অনেক অপেক্ষা করতে হবে আপনাদের। বেশি প্রত্যাশা নিয়ে এগোতে গেলে আবার সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে আপনাদের।