খবরজীবনযাত্রাসর্বশেষ

আপনি কি অলস? চিন্তা করবেন না আপনার মধ্যেই লুকিয়ে রয়েছে অজানা একটি ক্ষমতা

বিদ্বজন এটা সবসময় বলে গেছেন যে, কোন কাজ কালকের জন্য ফেলে রেখোনা। কাল আমাদের জীবনে কাল নিয়ে আসতে পারে। সব সময় নিজেকে চেষ্টা করতে হবে, তবেই সফলতা তোমার কাছে ধরা দেবে। তবে অন্যদিকে বিল গেটসের মত অনুযায়ী, একমাত্র অলস মানুষরাই পারে কোনো কঠিন কাজ সহজে সম্পাদন করতে। তবে অলসতা কখনোই আমাদের লক্ষ্য হতে পারে না। বর্তমানে যে সময়ের মধ্যেই আমরা যাচ্ছি, সেখানে অলসতার কোন আলাদা জায়গা নেই। তাই প্রতিনিয়ত আমাদের কাজ করে যেতে হবে। (Every lazy person has this extraordinary power)

তবে অলসতার মধ্যে যে একটি বিরল গুন আছে তা কিন্তু আমরা কেউ জানিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টাডি গ্রুপ সম্প্রতি আমাদের জানালেন যে, যাদের আইকিউ লেভেল বেশি থাকে তারা কোন কাজ বেশিদিন করতে পারেন না। যেকোনো কাজে খুব তাড়াতাড়ি একঘেয়েমি চলে আসে তাদের।অন্যদিকে যারা অলস প্রকৃতির হয় তাদের মস্তিষ্ক অনেক বেশি সচল হয়। তারা একটি কথা নিয়ে অনেকক্ষণ ভাবতে পারেন, তাতে কোনো নতুন জিনিস আবিষ্কার করতে পারেন তারা। (Alos lokder ei aschorjo khomota thake)

তিন দশক ধরে এই সমীক্ষা চালিয়ে এসেছেন গবেষকরা। যে সমস্ত ব্যক্তির ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল তাদের প্রশ্ন করা হয়েছিল যে, পান তাহলে কি আপনি সেই কাজকে উপভোগ করবেন? বেশিরভাগ চিন্তাশীল ব্যক্তির কথার উত্তরে না বলেছিলেন।

এই গবেষণা চালানোর জন্য ৩০ জন চিন্তাশীল এবং ৩০ জন চিন্তা না করায় বিশ্বাসী মানুষকে বেছে নেওয়া হয়েছিল। সাত দিন ধরে তাদের হাতে একটি যন্ত্র বসানো হয়েছিল।এই যন্ত্রের সাহায্যে তাদের অ্যাক্টিভিটি লেভেল এবং চলাফেরা ট্রাক করা হয়।এই যন্ত্র থেকেই তাদের কর্মতৎপরতার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল।

সাতদিনের গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন গবেষকরা যে, যাদের আইকিউ লেভেল খুব বেশি তারা খুব দ্রুত কোন কাজে একঘেয়েমি অনুভব করেন। অন্যদিকে যাদের আইকিউ লেভেল তুলনায় কম তারা সবকিছু নিয়ে বেশিদিন ভাবতে পারেন। এর থেকেই বোঝা যায় যে কেন বিল গেটস এর মত মহান মানুষ যে কোনো কঠিন কাজ অলস মানুষকে দিয়ে নিশ্চিন্তে থাকার কথা বলেছিলেন।