খবরজীবনযাত্রাসর্বশেষ

আপনার নখে এই বিশেষ চিহ্ন থাকলে আপনি ভবিষ্যতে ধনী হবেন ! – Astrology Bangla

নখের আমি নখের তুমি, নখ দিয়ে যায় চেনা। জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার ভাগ্য পাল্টে দিতে পারে কিছু গ্রহ নক্ষত্র। সমস্যা আমাদের জীবনের প্রত্যেকের রয়েছে কম বেশি। আমাদের নানা বিপদ থেকে রক্ষা পাবার পথ বাতলে দেন জ্যোতিষীরা। (Lifestyle Tips – Astrology : If you have these sings in your nails then you will be rich)

অনেক সময় আমাদের রত্ন ধারণ করা সম্ভব হয় না। প্রচুর পরিমাণে অর্থ না থাকলেই প্রয়োজনীয় রত্ন ধারণ করা সম্ভব নয়। তাই আজকে এই প্রতিবেদনে আপনাকে জানাবো যে, আপনার নখের মত এমন কিছু নিয়ম আছে যার দ্বারা আপনার আগামী জীবনের প্রতি সহজেই একটি ধারণা তৈরি করে নিতে পারবেন আপনি। (Nokh somporke jyotish shastra ki bolche)

আপনার যদি তর্জনীতে থাকে সাদা দাগ, তাহলে তা খুব শুভ বলে মনে করা হয়। প্রেম ছাড়াও জীবনে অন্যান্য ক্ষেত্রেও সাফল্য আসে এই দাগ থাকলে। এইদার থাকার অর্থ হল আপনার জীবনে অর্থ এবং সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

আবার কোন কোন ব্যক্তির করে আঙুল এর উপর দেখা যায় সাদা দাগ। এই দাগ সেই ব্যক্তির অর্থ এবং সাফল্য লাভ করার দিকেই ইঙ্গিত দেয়।

যে সমস্ত মানুষের নখের গড়ন বড় অথচ পাতলা হয়ে থাকে,তারা কোন কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হয়। প্রায়ই লোকসানের শিকার হতে হয় তাদের।

যে সমস্ত মানুষের নখ অসম্মান এবং অস্বাভাবিক প্রকৃতির, তারা যেকোন সময়ে মানসিক অবস্থা বদলে ফেলতে পারে। এরা হঠাৎ করেই খুব হিংস্র হয়ে ওঠে, আবার হঠাৎ করেই শান্ত হয়ে যায়।

বুড়ো আঙুলের উপর যদি দেখা যায় সাদা চিহ্ন, তাহলেই পরিবার এবং সমাজের থেকে সম্মান কমে যেতে পারে সেই ব্যক্তির।

কোন ব্যক্তির যদি নখ হয় ছোট এবং হলুদ প্রকৃতির, তাহলে সেই ব্যক্তি ধূর্ত এবং স্বার্থপর প্রকৃতির হয়। যেকোনো কাজ এরা নিজেদের কার্যসিদ্ধির জন্য করতে পারে।

প্রতিটি আঙুলের যদি চিহ্ন থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী, হঠাৎ করেই আপনার অর্থ প্রাপ্তি এবং ধনলাভ হতে পারে।