খবরজীবনযাত্রাসর্বশেষ

বাড়িতে কি নিত্য দিন অশান্তি লেগে থাকে, তাহলে আজকেই করে নিন এই কাজগুলি

দিনের শেষে আমাদের সকলেরই বিশ্রামের জায়গা হল আমাদের নিজেদের বাড়ি। আমাদের নিজেদের বাড়িতে আমরা সবকিছু নিজের মত করে সাজিয়ে নিতে চাই। আমরা সকলেই চাই যে আমাদের জীবন হয়ে উঠুক এবং সচ্ছন্দে ভরা। (Lifestyle tips in Bangla : Follow these tips to avoid quarrel in your home)

অনেক সময় কোন কোন বাড়িতে মাঝে মাঝেই লেগে থাকে অশান্তি এবং বিপত্তি। কোনোভাবেই তা এড়ানো সম্ভব হয় না। জ্যোতিষশাস্ত্র মতে অথবা বাস্তুশাস্ত্র মতে এই সমস্ত সমস্যা এড়ানোর জন্য আমাদের পড়তে হয় দামি দামি রত্ন। তবে আর্থিক সমস্যার জন্য অনেকেই দামি রত্ন পরিধান করতে পারেন না। (barite nitya din oshanti lege thakle ei kaj gulo korun)

আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে জানানো হবে যে, কোনো দামি রত্ন না পরিধান করে কিভাবে কিছু সহজ উপায়ে আপনি আপনার বাড়ির দোষ কাটিয়ে দিতে পারেন।

বাড়িতে কোন দুঃখের অথবা খুনোখুনির ছবি রাখবেন না। কোন পশু আরেক পশুকে খাচ্ছে অথবা কোন মানুষ কোন মানুষ কে মারছে, এইরকম ছবি রাখলে বাড়িতে খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে দেয়।

বাড়িতে একেবারেই নটরাজের মূর্তি রাখা উচিত নয়। নটরাজ হলেন তান্ডব রূপ। বাড়িতে নটরাজের মূর্তি রাখলে অজান্তেই হতে পারে বিপত্তি এবং ঝগড়া।

বাড়িতে মাকড়সার জাল একেবারে তৈরি হতে দেবে না। বাড়িতে ধুলো-ময়লা অথবা মাকড়সার জাল যদি তৈরি হয় তাহলে অর্থনৈতিক ঝামেলায় পড়তে হতে পারে আপনাকে।

বাড়িতে কোন নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিকের জিনিস রাখবেন না, সাথে রাখবেন না কোন নষ্ট হয়ে যাওয়া মানিব্যাগ। এতে করে আপনার জীবনে আসতে পারে দুঃখ।

ঘর সাজাতে কখনো কাঁটাযুক্ত গাছ ব্যবহার করবেন না। এতে মানসিক শান্তি ধ্বংস হয়ে যেতে পাড়ে।

বাড়ির প্রধান দরজার সরাসরি কোন আয়না রাখবেন না। সরাসরি কোন আয়না নেই বাড়িতে আসতে থাকা পজিটিভ এনার্জি প্রতিফলিত হয়ে বাইরে চলে যাবে।

রান্নাঘর অথবা ঠাকুরঘর চেষ্টা করবেন সিঁড়ির নিচে না রাখার। বাড়ি তৈরি করার সময় এই জিনিসগুলো অবশ্যই দেখে নিতে হবে আপনাকে।