খবররাজ্যসর্বশেষ

দুর্গাপুর ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশের কাজ শেষ। পানীয় জল-সরবরাহের কাজ শুরু আজ থেকে

Durgapur : অতিরিক্ত জলের চাপে দুর্গাপুর ব্যারেজের যে ক্ষতি হয় আর ফলে জল সরবরাহের পক্ষে বেশ অসুবিধায় পড়ে ছিল সাধারণ মানুষজন। অপেক্ষা শেষ অবশেষে দুর্গাপুর ব্যারেজের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা মেরামতের কাজ শেষ হলো। আজ থেকেই পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা শুরু হবে বলে জানালো কর্তৃপক্ষ। (Work on the damaged part of Durgapur Barrage has been completed. Drinking water supply will start from today)

প্রশাসনের তরফ থেকে জানা যায় যে ক্ষতিগ্রস্ত ব্যারেজের অংশটিকে সরানো হয়েছে এবং মাইথন ও পাঞ্চেতের জল ধারা থেকে জল ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।

এই জল যখন ফিডার ক্যানেল এ প্রবেশ করবে তখন পৌরসভা পাম্প চালিয়ে জল ছাড়ার কাজটি শুরু করবে বলে জানা যায় এবং এরপর থেকেই পুরো এলাকাজুড়ে খাবারের জল সরবরাহের ব্যবস্থাটা আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে।

লক গেট যাতে সুরক্ষিত থাকে সেই জন্য যদি ব্যারেজে জল বাড়ে তবে ফ্লোটিং গেট আনা হবে। (If water level increases in lock gate, floating gate will be brought in Durgapur Barrage)

বেলার পর পাম্প চালানোর পর আশেপাশের এলাকার খাবারের জল স্বাভাবিকভাবে সরবরাহ করা যাবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

Work on the damaged part of Durgapur Barrage has been completed. Drinking water supply will start from today
দুর্গাপুর ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশের কাজ শেষ। পানীয় জল-সরবরাহের কাজ শুরু আজ থেকে (Credit : Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।