খবরসর্বশেষ

সপ্তম শ্রেণীতেই রসগোল্লা বিক্রি করে সংসারের হাল ধরলো বর্ধমানের সুমন ঘোষ, দেখুন করুণ ভিডিও

জীবন সংগ্রাম বড়ই অদ্ভুত একটি শব্দ, যারা জীবনে না করেছে এই সংগ্রাম তারা বোঝে না। এই জীবন সংগ্রামে হয়তো আমরা জীবনে সবারই অল্পবিস্তর করি, কিন্তু আসলে জীবন-সংগ্রাম কি সেটা বোধহয় ,যারা জীবনের দুঃখ-দুর্দশার মধ্য দিয়ে গেছে বা যাচ্ছে, তারাই হয়তো বুঝতে পারে আসলে জীবনটা কতটা মধুর আর কতটা সুখের। (Jibon Juddho Video : A 13 years old kid Suman Ghosh from Khargram, Memari Burdwan, Barddhaman is steering his family by selling Rosogolla)

তেমনই একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখার আছে, একটি সপ্তম শ্রেণীর ছেলের জীবন কাহিনী, যেখানে একটা ছোট বাচ্চা, যে বয়সে তার হেসেখেলে পড়াশোনা করার বয়স, সেখানে তাকে তার সংসারের পেটের ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয়েছে। (Suman Ghosh is in class seven in Khargram Junior High School. His father name – Sharat Ghosh)

সেই ছোট্ট সুমনের উপর বিধাতার কি নিঠুর ভাগ্যের পরিহাস , সুমনের বয়স মাত্র ১৩। বাড়িতে বাবা মা ও ছোট বোন। দাদুর সাথে তাই সেও কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব নিয়েছে। (Suman Ghosh father occupation – earlier an ambulance driver, now unable to do anything for sickness. His mother name – Nayanmani Devi)

সুমনের বয়স মাত্র তেরো বাবা অসুস্থ, তাই কোন কাজই করতে পারেনা। মা বাড়িতে মিষ্টি তৈরি করে এবং সেই মিষ্টি ফেরিওয়ালা হয়ে ঘুরে ঘুরে বিক্রি করে সুমন এবং সেই থেকে যেটুকু অর্থ উপার্জন করে সেই উপার্জন দিয়ে তাদের পেট চলে।

সুমনের বাড়ি বর্ধমান মেমারি খরগ্রাম সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আসা মাত্রই অনেকেই সমবেদনা সমব্যথী হয়েছেন কারণ এই বয়সে তার লেখাপড়ার বয়স এই বয়সে আজকে এত বড় একটি সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে চলা মুখের কথা নয়।

কিন্তু প্রায়শই আমরা এরকম খবর পাই নেট দুনিয়া দেখতে পাই, যে বয়সটা শৈশবের সেই শৈশব টাই সে উপভোগ করতে পারল না পেটের দায়ে।

পেটের দায় বড় দায় , পেটে যদি অভাব না থাকে তবেই মানুষ জীবনে অন্য কিছু ভাবতে পারে। কিন্তু যাকে ভাত রুটি নিয়েই ভাবতে হয় সকালে ঘুম চোখ ছেড়ে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত তার জীবনে আর অন্য কিছু নিতান্তই শৌখিন।