লগ্নভ্রষ্টা হাওয়াতে আত্মঘাতী কিশোরী, পলাতক অভিযুক্ত যুবকের বাবা
দক্ষিণ ২৪ পরগনায় এক কিশোরীর আত্মহত্যাকে ঘিরে ছড়ালো তুমুল উত্তেজনা। আত্মঘাতীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খুড়িগাছি তে। আত্মঘাতী রিয়া সাউ এর বয়স মাত্র ১৭ বছর। স্থানীয় এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল রিয়ার। ছেলেটির বাবা স্থানীয় এক তৃণমূল নেতা বলে জানা গেছে (365 Reporter Bangla News from South 24 Pgs: A 17 years girl named Riya Sau from Khurigachi, Narendrapur thana, South 24 Parganas commits suicide due to become lagnabhrasta and bridegrooms dad who is a TMC leader escapes)।
রিয়াকে বিয়ে করবে এইরূপ প্রতিশ্রুতি দিয়েও শেষকালে পিছপা হয়েছিল ওই যুবক, এমনকি যুবকের বাবা যিনি একজন স্থানীয় তৃণমূল নেতা, তিনি রিয়ার পরিবারকে হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়ে রিয়া। অবশেষে এই অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়। জানা গেছে যুবকটির বাবার নাম রামবিলাস সাউ (Rambilas Sahu)। তিনি স্থানীয় তৃণমূল বুথের সভাপতি।
নরেন্দ্রপুর এ এইরূপ অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মৃতদেহকে নিয়ে সু-বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চালায় বলে জানা গেছে। শুধু তাই নয় বিক্ষোভকারীরা অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও করে, ফলে পুলিশ এসে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। অভিযুক্ত সূরজ সাউ (Sooraj Sahu)-কে ইতিমধ্যে গ্রেপ্তার করা হলেও তার বাবা পলাতক বলে জানিয়েছেন পুলিশ।
রিয়া ও সুরজের মধ্যে বিগত বেশ কিছু বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে (Romantic relationship occurs between Riya and Sooraj)। সম্পর্ক চলাকালীন বেশকিছু বার বিয়ের কথা উঠলে সুরোজ প্রতিশ্রুতি দেয় যে রিয়াকেই সে বিয়ে করবে। পরবর্তীকালে তার প্রতিশ্রুতি থেকে পিছপা হয় সুরজ। এমনকি সুরাজের বাবা, রিয়া এবং তার পরিবারকে বাড়িতে এসে শাসিয়ে যান। ফলে সেই অপমান সহ্য করতে পারে না রিয়া। অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়ে সে। শুক্রবার বাড়ির লোকজন কাজে বেরিয়ে যাওয়ার পর একাই ছিল রিয়া। সেই সুযোগে আত্মঘাতী হয় সে। সুরজকে ইতিমধ্যে গ্রেফতার করে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং চলছে জেরা তার পাশাপাশি খোঁজ চলছে তার পলাতক বাবা তথা তৃণমূল সভাপতির।
পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান রবীনচন্দ্র দাস (TMC Panchayat Upapradhan Rabin Chandra Das) জানিয়েছেন আইন সকলের জন্য এক তাই অভিযোগ যার প্রতিই উঠুক না কেন অভিযোগ প্রমাণ হওয়ার পর অভিযুক্তকে শাস্তি পেতেই হবে ।