মিড ডে মিলে নিম্নমানের-পোকায় খাওয়া ছোলা পাঠালো কেন্দ্র, উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ
স্কুলে পড়ুয়াদের মিড ডে মিল ব্যবস্থার জন্য খাদ্য উপাদান পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এবার প্রতি পড়ুয়া পিছু ১ কেজি করে ছোলা পাঠিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু সেই ছোলার মান নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফে। কেন্দ্রীয় সরকারের পাঠানো ছোলার মান অত্যন্ত খারাপ যা খেলে শারীরিক অসুস্থতা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে (365 Reporter Bangla News from Santuri, Raghunathpur : School authority worries as centre send infected gram to the mid day meal)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে বহুবার অভিযোগ করা হয়েছে নিম্নমানের খাদ্য সামগ্রী পাঠানোর। এবার তার প্রমাণ পাওয়া গেল কাটোয়ার পুর এলাকার গোটা মহকুমার পাঁচটি ব্লকে। সাতুড়ি, রঘুনাথপুর ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন স্কুল থেকে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের ওই নিম্নমানের ছোলা সরবরাহ বন্ধ করা হয়েছে। নিম্নমানের ছোলার বদলে ভালো ছোলার জন্য আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।
যেসব স্কুলে ইতিমধ্যেই খারাপ মানের পৌঁছে গিয়েছিল তাও বদল করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সূত্রের খবর, অক্টোবর মাসে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে-মিল দেওয়া শুরু হবে। কাটোয়া পুরসভা স্কুলগুলিতে চালের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ছোলা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক পড়ুয়া এক কেজি করে ছোলা পাবে। কিন্তু দেখা যায় সেই ছোলা অত্যন্ত নিম্নমানের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আশঙ্কা করছেন, এই নিম্নমানের ছোলা বিলি করতে গেলে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়বে শিক্ষকরা। তাই এ নিম্নমানের ছোলা পরিবর্তনের আবেদন জানিয়েছেন শিক্ষকরা। কাটোয়া পৌরসভা এলাকায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ৬৭ টি স্কুল রয়েছে। ৮ হাজার ৯২৩ জন পড়ুয়া রয়েছে এই অঞ্চলে। তাদের জন্য বরাদ্দ হয়েছে নয় কুইন্টাল ছোলা।
জানা গিয়েছে, ছোলাগুলির মান এতটাই খারাপ যে পোকা ধরে রং কালো হয়ে গিয়েছে। তার মধ্যে প্রচুর পরিমাণে কাঁকড় ও পাথরকুচিও রয়েছে। কাটোয়া পুরসভার বিদায়ী কাউন্সিলর চন্দনা মাঝি জানিয়েছেন, এই নিম্নমানের পোকা ধরা দিয়েই কেন্দ্রীয় সরকার বোঝাতে চাইছে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে তারা (Ms. Chandana Majhi, Councillor of Katwa Municipality slams Central Govt. for sending low quality Chickpea)। অবিলম্বে এই ছোলা বদল করে ভালো মানের সরবরাহ করা হোক। কেন্দ্রের তরফ থেকে আসা এই নিম্নমানের ছোলা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষগুলি।