খবরসর্বশেষ

ভাঙ্গরে 3 লাখ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার

পুনরায় নিষিদ্ধ শব্দবাজি লুকিয়ে বেচাকেনা করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মূলত ভাঙ্গড় থানার একদম কাছেই ওই ব্যক্তি তার মুদিখানা দোকানে অন্যান্য জিনিস পত্রের সাথে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিলেন। আর আজ শনিবার সকালের দিকে ভাঙ্গড় থানার পুলিশ তাকে এরেস্ট করে। (Illegal firecrackers worth 3 lakh rupees rescued from Bhangar, South 24 Parganas, West Bengal)

পুলিশের কাছ থেকে জানা গেল, অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম রনজিত সাধুখা। আর ওনার বাড়ি হল ভাঙ্গড়ের কালিকাপুর নামক গ্রামে। তার মুদিখানার দোকান থেকে প্রচুর পরিমাণে চকলেট বোমা, তুব্রি, রকেট, চরকি, রং মশাল সহ আরো অনেকগুলো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। হিসেব কষে দেখা গেল এগুলোর দাম কম করে তিন থেকে চার লক্ষ টাকা। (Arrested businessman is Ranjit Sadhukhan)

সূত্র মতে জানা গেল, এই মুদিখানার দোকানটির অনেকটা নামডাক রয়েছে ভাঙ্গরে। এর পূর্বেও নাকি ওই ব্যক্তি বাজি বিক্রি করছিলেন। আর ওই ব্যবসায়ী কমিটির তরফ থেকে তাঁকে সাবধান বাণী দেওয়া হয়েছিল। কিন্তু ওই ব্যক্তি কর্ণপাত করেননি।

আর তার এই বেচাকেনার কথার খবর চলে যায় ভাঙ্গড় থানা তে। ওই থানার ওসি সমরেশ ঘোষ তার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করে ফেলে। অপরদিকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনা ছাড়াও, শুক্রবার সন্ধ্যা বেলাতে চন্দনেশ্বরের রাজাপুর এলাকা হতে ভাঙ্গড় থানার পুলিশ অন্য এক ব্যক্তি বাড়ি থেকে নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। জানা গেল ওই ব্যক্তির নাম বিজয় মন্ডল এবং তিনি তার বাড়িতে প্রচুর পরিমাণে চকলেট বোমা, তুবড়ি, রং মশাল এবং অন্যান্য বাজি লুকিয়ে রেখেছিলেন। আর তার নিজের বাসস্থান থেকেই এইগুলো কেনাবেচা চালাচ্ছিলেন। পুলিশের কাছে খবর যাওয়ার পর পুলিশ তার বাড়িতে তল্লাশি করে বাজির সন্ধান পায়। তবে ওই ব্যক্তি বিপদের আঁচ পেয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তার তল্লাশি করছে। (Another big lot of illegal firecrackers are rescued from Rajapur, Chandaneswar. The seller is Bijoy Mondal)

illegal firecrackers worth 3 lakh rupees rescued from bhangar
ভাঙ্গরে 3 লাখ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।