কেন আপনি প্রাক্তন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কে প্রতিদিন স্বপ্নে দেখেন ? – Relationship Tips Bangla
মানুষ সারাদিন যা ভাবে, সেটি সে দেখে অবচেতন মনে। তাকেই আমরা স্বপ্ন বলি। তবে বিভিন্ন স্বপ্ন আমাদের মন খারাপ করে দেয়। আবার কোনো কোনো স্বপ্ন আমাদের ভয়ের কারণ হতে পারে। কিরে অবাঞ্ছিত স্বপ্ন আমাদের ঘুম নষ্ট করে দেয়। (Dream Real meaning – why you see your ex girlfriend or boyfriend in your dream – relationship tips bangla)
এমন কিছু স্বপ্ন আমরা দেখি, যা আমাদের অতীতে নিয়ে যায়। আবার কোনো কোনো স্বপ্ন আমাদের ভবিষ্যৎ দেখতে সাহায্য করে। কখনো আমরা এমন মানুষকে স্বপ্নে দেখি, যার সাথে আগে কখনো কথা ছিল। অথবা এমন কাউকে দেখি যার সাথে কোনদিন আমাদের কথা হবে না।আবার অনেক সময় আমরা প্রাক্তন বন্ধু অথবা বান্ধবী কে দেখতে পাই। আজকেই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানবো, এমন হবার কারন কি। (স্বপ্নের প্রকৃত অর্থ জানুন- swapner asol ortho)
প্রথমত, অনেক সময় এমন হয়েছে, আমাদের সঙ্গে কোন মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু কোন কারণে তার পরিণতি পাইনি। সেই মানুষটা আমাদের মনে সারা জীবন থেকে যায়। তাই মনের গভীরে থেকে যাবার কারণে তার স্মৃতি আমাদের মনে থেকে যায়। এমন হলে, মাঝে মাঝেই তাদের আমরা সবাই দেখতে পাই স্বপ্নে।
দ্বিতীয়ত, এমন হতে পারে যে মানুষটির সঙ্গে আপনি সুখের কিছু মুহূর্ত কাটিয়েছেন। বর্তমানে যখনই আপনার মন খারাপ হয়, তখনি আপনার মন ফিরে যেতে চায় অতীতে। বর্তমানে দাঁড়িয়ে প্রাক্তন এর কথা মনে করে অনেকেই আছেন যারা, স্মৃতি রোমন্থন করে। তাই সেই সমস্ত চিন্তা তাদের স্বপ্নের আকারে সামনে এসে দাঁড়ায়। (purono prakton premil ba premika ke sapne dekhar prokrito ortho)
তৃতীয়ত, আপনার সঙ্গে বর্তমানে যে মানুষটি রয়েছেন, তার সঙ্গে যদি অতীতের কোনো মানুষের কথাবাত্রা অথবা ভাবনা চিন্তার মিল থাকে,তাহলে প্রায়ই আপনার অতীতের সেই মানুষটির কথা মনে পড়ে যাওয়া স্বাভাবিক। অতীতে ছেড়ে আসা বিভিন্ন মুহূর্ত আপনার সামনে ধরা দেয় বারবার। সেই সমস্ত স্মৃতি আপনার কাছে ঘুমের মাধ্যমে ধরা দিতে পারে। এমন হলে আপনার ঘুম নষ্ট হয়ে যেতে পারে, সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে আপনার সুখের সংসার।