খবরজীবনযাত্রাসর্বশেষ

এক্স গার্লফ্রন্ড বয়ফ্রেন্ড -এর সাথে বন্ধুত্ব রাখা উচিত না অনুচিত? পড়ুন বিস্তারিত – Relationship Tips Bangla Somporko

অনেকেই মনে করেন, প্রাক্তন প্রেমিক প্রেমিকা বন্ধু হিসেবে থাকতেই পারে। তার সঙ্গে সময় অসময় গল্প করা যায়। তবে অনেকেই বোঝেন না যে, বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিক যতটাই ভালো বন্ধু হবার চেষ্টা করুক না কেন, কিছু কিছু ক্ষেত্রে সেই বন্ধুত্বে বাধা সৃষ্টি হয়ে যায়। ভবিষ্যতে গিয়ে জটিলতা সৃষ্টি হয় সেই সম্পর্কে।তাই প্রাক্তন প্রেমিক প্রেমিকার সঙ্গে কোনো রকম বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা না করাই ভালো। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব, কেন প্রাক্তন প্রেমিক প্রেমিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না করা উচিত। (Is it better to maintain friendship with ex girlfriend or boyfriend – health tips bangla somporko)

বিব্রতকর পরিস্থিতি: প্রাক্তন এর সঙ্গে যদি কোন সময় বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনেক সময়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে। নিজের বর্তমান প্রেমিক প্রেমিকার কথা বলতে গিয়ে এমনও হতে পারে যে, আপনি আপনার জীবনের কোনো গোপন কথা বলে ফেললেন। বা আপনার প্রাক্তন সঙ্গী অথবা সঙ্গিনীর কোন প্রশংসা করে ফেললেন, যা ভবিষ্যতে অস্বস্তিকর পরিবেশ এর সৃষ্টি হতে পারে।

সামনে এগোতে পারবেন না: প্রাক্তন এর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখলে আপনি কিন্তু ভবিষ্যতে সামনে এগোতে পারবেন না। তার সঙ্গে পুরনো কাটানো মুহূর্ত আপনাকে বারবার পেছনে নিয়ে যাবে।

আগের মত কেউ কাউকে বিশ্বাস করবেন না : বিশ্বাস এমন জিনিস যা একবার ভেঙে গেলে নতুনভাবে তৈরি হয় না। প্রাক্তন এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে গেলেও কিন্তু মনের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। বিশ্বাস করতে চাইলেও যেন বিশ্বাস করতে পারবেন না আপনি।

পরস্পরকে দোষারোপ করা: কখনো পুরনো কথা মনে করতে গেলেই একে অপরকে দোষারোপ করার কথা মাথায় আসবে। নিজেদের দোষ লুকিয়ে অন্যের দোষ সামনে নিয়ে আসার কথা চিন্তা করবেন আপনারা।

একাকীত্ব বোধ করতে পারেন: অনেক সময় এমন হতে পারে যে, আপনি জীবনে আর কখনও এগোতে পারেননি। অর্থাৎ আপনার জীবনে অন্য কোন দ্বিতীয় ব্যক্তি আসেনি।তাই প্রাক্তনের সঙ্গে সম্পর্ক থাকার ফলে মাঝে মাঝেই সেই একাকীত্ব বোধ তার সামনে বেরিয়ে আসতে পারে।

প্রাক্তন কে ফিরে পাবার গোপন আশা: সম্পর্ক থেকে বেরিয়ে গেলে অনেক সময় প্রাক্তনকে ফিরে পাবার গোপন আশা থেকে যায় মনের মধ্যে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার পর আরো একবার পুরনো সম্পর্কে ফিরে যেতে মন চায় অনেকেরই। তাই প্রাক্তন এর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখাই উচিত। (Ex girlfriend ba boyfriend er sathe bondhutto rakha uchit na onuchit)

Is it better to maintain friendship with ex girlfriend or boyfriend health tips bangla somporko
এক্স গার্লফ্রন্ড বয়ফ্রেন্ড -এর সাথে বন্ধুত্ব রাখা উচিত না অনুচিত? পড়ুন বিস্তারিত – Relationship Tips Bangla Somporko (প্রতীকী ফটো) (Photo : @nabanita.das on Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।