জীবনযাত্রা

কুম্ভ রাশির বিবাহিত জীবন সম্পর্কে বিস্তারিত জেনে নিন – Kumbha Rashi Bibahito Jibon

কুম্ভ রাশির বিবাহিত জীবন সম্পর্কে বিস্তারিত জেনে নিন – Kumbha Rashi Bibahito Jibon

বারোটি রাশির মধ্যে অন্যতম রাশি হল কুম্ভ রাশি। এই রাশির জাতক-জাতিকারা বেশিরভাগ রহস্যময় হয়। এরা ইচ্ছাকৃত ভাবে এই স্বভাবের কিন্তু হয়না। জন্মগত ভাবেই এরা রহস্যময় হয়ে থাকে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা আস্তে আস্তে কথা বলে। (365 Reporter Jibon Jatra Tips Bangla: Kumbha Rashir bibahito jibon kamon hoy?)

এরা প্রত্যেকটি কাজকর্মের যোজনা করতে প্রচন্ড পরিমানে নিপুনা হন। কাজের থেকে পরিকল্পনা করা এদের প্রধান কাজ। এরা যে সমস্ত পরিকল্পনা করে কাজে খুব একটা লাগেনা। কিন্তু তাও পরিকল্পনা করতে পিছপা হয় না তারা। এই রাশির জাতক লম্বা দুঘরা চেহারা, গৌরবর্ণ এবং শক্ত মাথার চুল বিশিষ্ট হয়। (Lifestyle Tips Bangla: Married Life of Aquarius Male and Female)

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নাক চ্যাপ্টা হয়, মাথা বড় হয় এবং চোখগুলি টানা টানা হয়। এরা অতিরিক্ত ফুর্তিবাজ হয় এবং আপন প্রভুর আজ্ঞার অধীন হয়ে থাকেন। প্রেম এবং বিবাহ দুটি ক্ষেত্রেই এনারা হয় সন্দেহ বাতিক। বিবাহিত জীবনে সুখে রাসা খুব একটা থাকে না এদের। প্রেম না করাই ভালো কুম্ভ রাশির জাতক-জাতিকাদের।

কুম্ভ জাতকদের সঙ্গে বৃষ,কন্যা, কুম্ভ, মীন রাশি অথবা লগ্নের পাত্রীর সাথে বিবাহ হলে সুখকর হবে। এছাড়া পাত্রীর জন্ম মাস হতে হবে জৈষ্ঠ্য শ্রাবণ এবং আশ্বিন মাস। কিন্তু জাতিকা কুম্ভ রাশির হলে পুরুষদের রাশি হওয়া উচিত মিন, কুম্ভ, তুলা এবং বৃশ্চিক।

পাঠকদের প্রতি বিশেষ নিবেদন: উপরে দেওয়া বিষয়গুলোর সাধারণ তথ্য মাত্র। ওই তথ্যগুলো আপনার জীবনের সাথে নাও মিলতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি অবশ্যই সফল হবেন।

পাঠকদের প্রশ্ন ও তার উত্তর: কুম্ভ রাশির ছেলেদের বিবাহিত জীবন কেমন হয়? কুম্ভ রাশির মেয়েদের বিবাহিত জীবন কেমন হয়? কুম্ভ রাশির পুরুষদের বিবাহিত জীবন কেমন হয়? কুম্ভ রাশির মহিলাদের বিবাহিত জীবন কেমন হয়? (Kumbha rashir bibahito jibon kamon hoy? Kumbha rashir cheleder bibahito jibon kamon hoy? Kumbha rashir meyeder bibahito jibon kamon hoy)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।