খবর

84 তম জন্মদিন কাটালেন কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, রইল কিছু ভাইরাল ছবি – Sabitri Chatterjee Birthday

সাবিত্রী চট্টোপাধ্যায়, একাধারে বাংলা ইন্ডাস্ট্রির অসাধারণ অভিনেত্রী তিনি। উত্তম কুমার সহ একাধিক অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। গত 21 শে ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। জীবনের সায়ানহে এসে কি সুন্দর ভাবে নিজেকে ধরে রেখেছেন তিনি, তা সত্যি দেখার বিষয়। ৮৪ কোটায় পৌঁছে গিয়ে ও এখনো পর্যন্ত তাকে দেখে হিংসে করতে বাধ্য বহু অভিনেত্রী। (Tollywood actress birthday news : legendary actress Sabitri Chatterjee turns 84, see some vial photos)

বাংলাদেশের কুমিল্লাতে তার জন্ম হয়। অতি দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যখন দেশভাগ হয়ে যায়, তখন তার বাবা তাকে এবং তার বোনকে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন। ভারতে এসে তারা বসবাস করতেন টালিগঞ্জের এক দিদির বাড়িতে। (Uttam Sabitri juti)

শশীধর বাবু ছিলেন সাবিত্রীর বাবা।তিনি মেয়েদের জন্য সর্বদা টাকা পাঠিয়ে দিতেন যাতে তাদের কোন অসুবিধা না হয়। কিন্তু আত্মীয়দের বাড়িতে থাকার কারণে অর্ধেক দিন না খাবার খেয়ে কাটাতে হতো তাদের।ছোটবেলা থেকেই অভাব কে সঙ্গী করে মানুষ হতে হয়েছিল সাবিত্রী দের। সাবিত্রী চট্টোপাধ্যায় দূর সম্পর্কের এক আত্মীয় ছিলেন ভানু বন্দোপাধ্যায়।

https://www.instagram.com/p/CLjw0jdsMwJ/

ভানু বন্দোপাধ্যায় রুপোলি পর্দায় অভিনয় করার সুযোগ করে দেন সাবিত্রীকে।এরপর আস্তে আস্তে নিজের পরিশ্রমের দ্বারা সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।একের পর এক অসাধারণ সিনেমাতে অভিনয় করে গেছেন তিনি। তার প্রথম ছবি ছিল সহযাত্রী। জীবনে বঙ্গবিভূষণ সংগীত নাটক একাডেমি সম্মান সহ আরো অনেক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

চলতি বছরেই সাবিত্রী চট্টোপাধ্যায় কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নবীন অভিনেত্রী সোহিনী সরকার তাদের নিজেদের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।ছবিতে দেখা যায় বর্ষীয়ান এই অভিনেত্রীর একটি লাল রঙের পোশাক। তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি। সোশ্যাল মিডিয়াতে তার এই ছবি দেখে সকলেই রোমাঞ্চিত হয়েছেন। এই বয়সে কিভাবে তিনি নিজেকে সকলের কাছে প্রেজেন্ট করতে পারেন, তা হয়তো আমরাও পারব না।

ছবিতে আরও একবার অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলে। সাথে তার দীর্ঘায়ু কামনা করেছেন প্রত্যেকে। জীবন আরো বেশী সুন্দর এবং স্বচ্ছল হয়ে থাকুক এই কামনা করেছেন নেটিজেনরা।

legendary actress sabitri chatterjee turns 84 see some vial photos
84 তম জন্মদিন কাটালেন কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, রইল কিছু ভাইরাল ছবি – Sabitri Chatterjee Birthday