খবররাজ্যসর্বশেষ

Mamata Banerjee Matri Bandana Scheme : বঙ্গ নারীদের উন্নয়নে মুখ্যমন্ত্রী চালু করলেন মাতৃ বন্দনা যোজনা

ভোট সামনে যত আসছে উন্নয়নের দিকে যত নজর দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। এইবার মুখ্যমন্ত্রীর নজর রয়েছে গ্রামীণ অর্থনীতির ওপর এবং সাথে মহিলাদের ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে। বাংলার মুখ্যমন্ত্রীর নতুন বাজেটে তার ফল বেশ ভালোমতোই লক্ষ্য করা গেছে। (West Bengal Govt Press Release : Matri Bandana Scheme announced by WB CM Mamata Banerjee to help the woman)

মুখ্যমন্ত্রী এবার নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন যেটা হল “মাতৃ বন্দনা”। বাজেট সম্পর্কিত বক্তৃতা দেওয়ার পর মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প সম্পর্কে টুইটারে প্রকাশ করলেন। মনে করা হচ্ছে যে, এই প্রকল্প এবং বাজেটে হয়তো তৃণমূলের পক্ষে বিশেষ সাহায্যে করতে পারে ভোট বাড়াতে। (Mamata Banerjee Matru Vandana Yojana)

“মাতৃ বন্দনা” প্রকল্পের সম্পর্কে বলা হয়েছে যে এই প্রকল্পটির হচ্ছে দুস্থ নারীদের নিয়ে গঠিত। ১০ লক্ষ মহিলা থাকবে এবং যাদের নিয়ে তৈরি হবে প্রকল্পটি এই প্রকল্পটির মাধ্যমে যে সমস্ত কো-অপারেটিভ ব্যাংক গুলি রয়েছে সেগুলোর মাধ্যমে প্রায় পাঁচ বছরের জন্য ২৫ হাজার টাকা করে ঋণ পেতে পারেন।

প্রকল্পের জন্য প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। বাজেট সম্পর্কিত তিনি যে বক্তৃতা দিয়েছেন তাদের তিনি বলেছেন যে, “সকলের জন্য একটি আনন্দের খবর যে আমি একটি প্রকল্প ঘোষণা করতে চলেছে যেখানে সমাজের দুস্থ স্বনির্ভর নারীরা কিছু করে এগিয়ে যেতে পারবেন” ।

এছাড়াও যে সমস্ত দুঃস্থ রা রয়েছে তাদের জন্য “মা” প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে রান্না করা খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। করোনা পরিস্থিতির মধ্যে যখন সাধারন মানুষের জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থা করেছিলেন তা প্রায় জুন মাসের পর পর্যন্ত চলেছে এবং প্রায় ৪৫ লক্ষ শ্রমিককে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে এই জন্য মুখ্যমন্ত্রী ৪৫০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রেখেছেন। স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য বরাদ্দ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা।