বিনোদনভাইরালসর্বশেষ

মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে NCB সমন পাঠাতে পারে দিয়া মির্জা এবং নম্রতা সিরদকরকে

সুশান্তের মৃত্যুর পর থেকেই এই তদন্তে উঠে এসেছে রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের নাম। বলিউড ইন্ডাস্ট্রির ঝকঝকে দুনিয়ার পেছনের অন্ধকার দিকটা সকলের সামনে স্পষ্ট হয়ে যায়। শুধুমাত্র রিয়া চক্রবর্তী নয়, সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির নেপোটিজম এবং মাফিয়া চক্র কে। বিহারসহ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ব্যান করে দেওয়া হয়েছিল আলিয়া ভট্ট, করন জোহার এবং সালমান খান কে। এছাড়াও সমস্ত স্টার কিডদের বিরুদ্ধে সরব হয়েছিল ভারতবাসীরা। জনতার ক্ষিপ্রতার মুখে পরে মহেশ ভাট পরিচালিত সিনেমা সড়ক ২ নিদারুণভাবে মুখ থুবরে পড়ে বক্স অফিসে।

যেদিন থেকে সুশান্তের মৃত্যুর তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিজেদের হাতে তুলে নিয়েছে,তখন থেকে বহুবার রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তী কে জেরা করার জন্য ডেকে পাঠায় এনসিবি। আজ থেকে ঠিক ১৪ দিন আগে দুপুরবেলার দিকে চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। সুশান্তের মৃত্যুর মামলা পাশাপাশি মাদকচক্রের যুক্ত থাকার কারণে গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীকে।

diya mirza and namrata shirodkar
দিয়া মির্জা এবং নম্রতা সিরদকর (ফটো ক্রেডিটঃ গুগোল)

৮সি, ২০ বি, ২২, ২৭এ ও ২৯ ধারায় যদি দোষী সাব্যস্ত হন রিয়া চক্রবর্তী তাহলে তার হতে পারে ১০ বছরের জেল। তাকে গ্রেফতার করার পর রিয়া চক্রবর্তী জামিনের জন্য আবেদন করেছিলেন শীর্ষ আদালতের কাছে। কিন্তু তার জামিনের সমস্ত আবেদন খারিজ করে দেওয়া হয় শীর্ষ আদালতে তরফ থেকে। আপাতত পুলিশের হেফাজতে থাকতে হবে রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তী কে।

তবে এখনই পুলিশের হেফাজতে থাকতে হবে রিয়া চক্রবর্তীকে। মাদক মামলায় বিশেষ আদালত এমবিপিএস মঙ্গলবার হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করে দিয়েছে। তাই আপাতত বাইকুল্লা জেলে থাকতে হবে তাকে। ইতিমধ্যেই বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন আরো একবার জানিয়েছেন রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক। আগামীকাল হবে তার শুনানি।

প্রসঙ্গত উল্লেখ্য,রিয়া চক্রবর্তী ইতিমধ্যেই বেশ কয়েকজন নামিদামি অভিনেতা অভিনেত্রীদের নাম প্রকাশে এনেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, সারা আলি খান, দীপিকা পাডুকোন এবং শ্রদ্ধা কাপুর। অদূর ভবিষ্যতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠাতে পারে এনসিবি। মারিযুয়ানা ড্রাগ সেবন করার জন্য এবং পাচার করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তী কে।

ইতিমধ্যে দীপিকা পাডুকনের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সকলের সামনে উঠে আসে, যা থেকে স্পষ্ট দীপিকা পাডুকোন নিয়মিত মাদক সেবন করতেন।দীপিকা পাডুকোন এর নাম প্রকাশ্যে আসার পর কঙ্গনা রানাওয়াত তাকে উদ্দেশ্য করে ট্যুইট করে বলেন যে,”একজন উচ্চ উচ্চ শিক্ষিত ভদ্র পরিবারের মেয়ে কিভাবে একজনের সঙ্গে এই ভাষায় কথা বলতে পারে? মাল হে কেয়া, এই ধরনের কথাবার্তা দীপিকা পাডুকনের থেকে আশা করা যায় না”।

রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া যায় আরো দুজন অভিনেত্রীর নাম। দিয়া মির্জা এবং নম্রতা সিরদকরকে কিছুদিনের মধ্যেই ডেকে পাঠাতে পারে এনসিবি (365 Reporter Bangla Entertainment News : NCB may question Diya Mirza and Namrata Shirodkar)। ২০১৯ সালে দিয়া মির্জা মাদক সেবন করতেন বলে জানা গেছে সূত্র থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য,রিয়া চক্রবর্তী আরো অনেক অভিনেতা অভিনেত্রীদের নাম প্রকাশে এনেছেন যাদের কথা এখনই স্পষ্ট করেনি এনসিবি। সুশান্তের মৃত্যু এবং মাদক চক্র জড়িত থাকার কারণে পারো কতজনকে জেরা করার জন্য ডাকবে এনসিবি তা দেখা সময়ের অপেক্ষা।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।