রাজ্যসর্বশেষ

মালদার কালিয়াচকের নদী ভাঙ্গনে গঙ্গাবক্ষে পঞ্চাশটি বাড়ি

মালদার কালিয়াচকের গঙ্গা ভাঙ্গনের ফলে নদীবক্ষে তলিয়ে গেল প্রায় ৫০ টিরও বেশি বাড়ি। পূনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচকের চিনা বাজার এলাকার (Ganges rupture more than 50 families families in Kaliachak, Malda, West Bengal)।

rupture scene of nature in kaliachak
প্রকৃতির ধ্বংসলীলা (ক্রেডিট: ইউটিউব)

বহু মানুষ ইতিমধ্যে মাথাগোঁজার ঠাঁইটুকু হারিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, সকাল ছয়টা থেকে নদী ভাঙ্গনের ফলে নদীর মধ্যে তলিয়ে গিয়েছে প্রায় ৫০ থেকে ৬০ টির মত বাড়ি।

মালদা কালিয়াচকের ভয়াবহ ভাঙ্গন এর প্রকৃতি তুলে ধরার জন্য একটি ভিডিও আপনাদের সামনে দিলাম। এই ভিডিওটি করেছেন মুক্তার এমএস নামে এক ব্যক্তি। তিনি লিখেছেন,”Ganges rupture many families have lost their way. । আজ বাতাসের সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে…” দেখুন সেই মর্মস্পর্শী ভিডিও।

ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের গ্রামগুলোতেও। এই অবস্থায় ভিটেছাড়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে মালদা জেলা প্রশাসন। বহু মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে জমির পাট্টা।

জেলা প্রশাসক রাজর্ষি মিত্র (Mr. Rajarshi Mitra discusses about Ganga Bhangan)জানিয়েছেন, প্রায় ৬৪ জন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে এক কাঠা করে জায়গার কাগজ। ভিটেছাড়া অবস্থায় যাতে মানুষ মাথা গোঁজার ঠাঁই পায় সেইজন‍্য এই ব‍্যবস্থা। আশেপাশের গ্রামগুলোতে‌ও প্রশাসনের নজরদারি রয়েছে ক্ষতিগ্রস্ত‌দের সহায়তা করার উদ্দেশ্যে।