জীবনযাত্রাসর্বশেষ

একদিন পরই নীল ষষ্ঠী। জেনে নিন নীল ষষ্ঠীর দিনক্ষণ এবং নিয়মাবলী – Nil Pujar Niyom

সামনে আসতে চলেছে নীল পুজো অথবা নীল ষষ্ঠী। প্রত্যেক বাঙালির মহিলারা সন্তানদের মঙ্গল কামনা করার জন্য এই ব্রত পালন করেন। এইদিন মহাদেবের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন প্রত্যেক মহিলারা। চলুন আজকে জেনে নেওয়া যাক নীল পুজো করার বিশেষ কিছু নিয়ম। (365 Reporter Bangla Mythology: Nil Sasthi niyomaboli – Nil Puja niyom kanun)

নীল পূজার ব্রত পালনের উপকরণ: আপনাকে নীল পুজো করতে গেলে নিতে হবে গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গাজল দুধ, দই, মধু, কলা, বেল, এবং পছন্দের ফুল একটি ফুল। মহাদেবের পছন্দের ফুলের মধ্যে আমরা জানি ধুতরা ফুল, আকুন্দ ফুল, অপরাজিতা অথবা কলকে।

নীল ষষ্ঠী দিন সারা দিন উপোস করে থাকতে হবে আপনাকে। এরপর সন্ধ্যাবেলা শুদ্ধ কাপড়ে শিবের মাথায় জল ঢালতে হবে। শিবের মাথায় বেল পাতা ফুল ছুঁয়ে আপনাকে রাখতে হবে পাশে। এরপর আকুন্দ ফুলের মালা পরিয়ে সন্তানদের নামে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে হবে। (Kivabe nil puja korte hoy? keno nil puja kora hoy)

উপস ভাঙ্গার পর আপনাকে খেতে হবে ময়দা তৈরি খাবার। এমনকি যদি পারেন সন্দক লবন দিয়ে খাবার খাবেন। ব্রত ভাঙ্গার পর সেই দিন নিরামিষ আহার পালন করবেন। সব কিছু নিয়ম মানলে তবেই ভক্তের মনোবাসনা পূর্ণ হবে।

চলতি বছরে নীল ষষ্ঠীর দিন পড়েছে ১৩ ই এপ্রিল অর্থাৎ ৩০ চৈত্র। নিউজার্সিতে মূলত সন্তানদের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। অবিবাহিত মহিলারাও এই রীতি নিষ্ঠা ভাবে পালন করতে পারেন। তারকেশ্বর থেকে শুরু করে দক্ষিণেশ্বর সব জায়গায় নীল ষষ্ঠী পালন হয় ধুমধাম করে।

nil sasthi niyomaboli nil puja niyom kanun
একদিন পরই নীল ষষ্ঠী। জেনে নিন নীল ষষ্ঠীর দিনক্ষণ এবং নিয়মাবলী – Nil Pujar Niyom