কলকাতাখবররাজ্যসর্বশেষ

CBI Raids Magician P C Sorcar Residence : সিবিআই তল্লাশি চালানো পিসি সরকার জুনিয়র এর দুটি বাড়িতে

এইবারে সিবিআই তদন্ত চালানোর পিসি সরকার জুনিয়র এর দুটি বাড়িতে। মুকুন্দপুর এবং বালিগঞ্জের দুটি বাড়িতে সিবিআই তদন্ত বেআইনি অর্থের জল কতটা ছড়িয়েছে সে ব্যাপারেই নেমেছে তদন্ত করতে। পিসি সরকার জুনিয়র এর বাড়ি তল্লাশি করার সাথে সাথে জাদুকরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জাদুকরের বাড়ির অন্যান্য যে সমস্ত সদস্য ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা। (P C Sorcar Junior residence raid by CBI for chit fund case. PC Sarkar Junior two home : Mukundapur and Ballygunge residence, Kolkatya, West Bengal)

অর্থ সম্পর্কিত যে সমস্ত নথিপত্র পিসি সরকার জুনিয়র এর রয়েছে সেগুলো সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে যে, পিসি সরকার জুনিয়র এর সঙ্গে চিটফান্ড টাওয়ার গ্রুপ এর একটি চুক্তি হয়েছিল এবং সেই সম্পর্কে তল্লাশি চালানো হচ্ছে, কি কারণে আর্থিক লেনদেন তার সাথে হয়েছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। (P C Sorcar Jr Jadu. P C Sorcar wife name – Jayashree Devi. P C Sorcar Junior daughter name – Maneka Sorcar, Moubani Sorcar and Mumtaz Sorcar)

খবর সূত্রে জানা গেছে যে, একটি রেস্তোরাঁ খোলার কথা ছিল টাওয়ার গ্রুপের এবং সেই জায়গাতেই পিসি সরকারের সঙ্গে জাদু দেখানো নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল এরকম খবর দেয় সিবিআই পিসি জুনিয়র। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে বারাসাত থেকে লড়েছিলেন এবং এই মুহূর্তে এই চিটফান্ডের ব্যাপারে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সেটা সম্পর্কে বিজেপি’র জানান যে, সিবিআই যে নিরপেক্ষ তা প্রমাণ হয়ে গেছে তাদের এই কাজে। (P C Sorcar Resturant upcoming)

শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখপাত্র তিনি বলেন যে,” উনি হলেন একজন সম্মানীয় মানুষ, কিন্তু তল্লাশি চলবে। আমরা সবসময়ই চাই যেটা সত্যিই সেটাই সকলের সামনে বেরিয়ে আসুক এবং যে সমস্ত সাধারণ মানুষেরা প্রতারিত হয়েছে তাদের সমস্ত টাকা যেন পেয়ে যেতে পারে।” (BJP spokesperson Shamik Bhattacharyya . Shamik Bhattacharyya wife name ?)

সিবিআই-এর এই তদন্ত কে কটাক্ষ করে কংগ্রেসরা বলেন যে,”যারা পাঁচ-ছয় বছর ধরে তদন্ত করে কোনরকম পর্যায়ে পৌঁছাতে পারেনি তারা কিভাবে যে কাজ করছে সেটা বোঝাই যাচ্ছে।”