দেশরাজনীতিরাজ্যসর্বশেষ

রাজনৈতিক জগতে নক্ষত্রপতন, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

দীর্ঘ তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও হেরে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বর্ষীয়ান এই রাজনৈতিক ব‍্যক্তির বয়স হয়েছিল ৮৪ বছর (Shri Pranab Mukherjee Passed Away at 88)। ৯ আগস্ট দিল্লির সামরিক হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। তারপর অস্ত্রোপচারের পরই তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

এছাড়াও নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের। মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ না হয় শারীরিক অবস্থার অবনতি হয়। এর পাশাপাশি ফুসফুসের সংক্রমণ হ‌ওয়ায় সোমবার তার অবস্থার আরও সংকটজনক হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে তার “সেপটিক শক” হয়। তারপর‌ই কোমায় আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। সন্ধ্যায় প্রণবপূত্র অভিজিৎ মুখোপাধ্যায় নিজে টুইট করে সেই খবর জানান।

গতকাল রাতে চিকিৎসায় সাড়া দিলেও মঙ্গলবার দুপুরের পর থেকে অবস্থা গুরুতর হতে থাকে। রাতের বুলেটিনে হাসপাতালের তরফ থেকে জানানো হয় প্রণব মুখোপাধ্যায় অবস্থা অত্যন্ত সংকটজনক। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদ দক্ষতার সঙ্গে সামলেছিলেন প্রণব মুখোপাধ্যায়।

২০১৭-এর জুলাই তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে দেখা গিয়েছিল প্রণব মুখোপাধ্যায় কে। ২০১৯-এ ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। তিনি ১৯৯৭-তে সেরা সাংসদের পুরস্কার পেয়েছিলেন। ২০০৮-তে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় তাঁকে।

হঠাৎই অবস্থার অবনতি হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু রাজনৈতিক জগতে বিষন্নতা এনে দিয়েছে। তার মৃত্যুতে সমগ্র রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা শোকজ্ঞাপন করেছেন। সব শেষে বলা যায় রাজনৈতিক জগতের একটি উল্লেখযোগ্য নক্ষত্র পতন হল আজ।